বৈষম্য বিরোধী কমিটিতে শিবিরের আধিক্য

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব ও শেখ হাসিনার পতন ঘটিয়ে আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকেই সারা দেশে কমিটি গঠন করে জনমতে আরও শক্তিশালী সংগঠনটি। এদিকে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ মহানগর ও সরকারি তোলারাম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে দুই কমিটির বিভিন্ন পদে ছাত্র শিবিরে সংশ্লিষ্ট অনেকের আধিক্য নিয়ে স্থান পাওয়া অভিযোগ উঠে এসেছে। যাকে ঘিরে বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠনে দ্বন্দ্বের বহিঃপ্রকাশের দেখা মিলছে। যা নিয়ে উদ্বিগ্ন সংগঠনটির নেতারা। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মাহফুজ যিনি নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সমর্থক হিসেবে পরিচিত। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখার কমিটিতে মূখ্য সংগঠক আনোয়ার হুসাইন ও সহ-মুখপাত্র শরিফ মাহমুদ এরা ও ছাত্র শিবিবের সাথে সংশ্লিষ্ট বলে শোনা যাচ্ছে। বর্তমানে মহানগর ও সরকারি তোলারাম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ঘিরে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ সৃষ্টি হচ্ছে বলে শোনা যাচ্ছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির কয়েকজন ও কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ হলে তারা বলেন, বৈমষ্যবিরোধী কমিটিতে আমরা যারা রয়েছি অনেকেই জানি না যে আমাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। অন্যের মুখে শুনতে পারলাম যে আমাদের রাখা হয়েছে। পরে তালিকায় দেখি আমার ও নাম ও দেওয়া।
তা ছাড়া কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বলছে, আওয়ামী লীগের শাসন আমলে ছাত্র শিবির রাজপথে নামা নিষিদ্ধ ছিলো সেই ক্ষেত্রে কেউ মাঠে আসতো না। কিন্তু পটপরিবর্তনের পর ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট অনেকে এখনো তাদের নিদিষ্ট পরিচয় দিচ্ছেন না। এখনো তাদের কিসের ভয়?
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে ঘিরে মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক অমিত হাসান যুগের চিন্তাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছাত্র-শিবিরে বিগত দিনে সংশ্লিষ্ট থাকা অনেকেই স্থান পেয়েছে আমরা শুনেছি। যারা স্থান পেয়েছে তারা আমাদের সংগঠনের পদদারী কেউ না তারা আমাদের সমর্থক প্রায়।
তিনি বলেন, আমাদের সংগঠনে সদস্য, সাথীসহ তিনটি ধারা রয়েছে সেই অনুযায়ী আমাদের সংগঠন পরিচালিত হয়। এর বাহিরে যারা আমাদের সমর্থক হিসেবে রয়েছে তাদেরকে কন্ট্রোল করা জেলা ও মহানগর ছাত্র শিবিরের ক্ষেত্রে অনেকটাই টাফ রয়ে যায়। যাকে ঘিরে যারা সমর্থক রয়েছে এদের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সংগঠনের সাথে বহু সময় জড়িয়ে পরে অনেককে আবার আমরা চিনতে পারি আবার অনেককেই চিনতে পারি না।