‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’’র নেতৃবৃন্দ
অবশেষে জানা গেলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যার আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে নাহিদ ইসলাম ও আখতার হোসেন শীর্ষ নেতা হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।
এছাড়াও, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল হান্নান মাসউদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে। তবে এসব বিষয় নিয়ে আজ (বৃহস্পতিবার) রাতে আরো একটি সভা হতে পারে সংগঠনটির পক্ষ হতে জানা গেছে। সেখানেই নেতৃত্বের বাকি বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।