রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মহানগর যুব অধিকার পরিষদের আলোচনা সভা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মহানগর যুব অধিকার পরিষদের আলোচনা সভা
নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির রাজ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শুভ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধায়নে ও মো. আলামিনের সঞ্চালনায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনা নিয়ে তারুণ্যের চিন্তা ভাবনা ও আলোচনা সভা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুব অধিকার পরিষদ।
গতকাল (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টায় মাসদাইর বেকারীর মোড়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ওয়াহিদুল ইসলাম মিল্কি, কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাহুল আরফানসহ স্থানীয় সকল নেতৃবৃন্দ প্রমুখ।