Logo
Logo
×

রাজনীতি

এবার ধরা পড়লো বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

এবার ধরা পড়লো বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ

বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন

Swapno

অপারেশন ডেভিল হান্টের অভিযানে এবার ধরা পড়লো নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি এবং ওসমান পরিবারের এক সময়ের খুবই ঘনিষ্ঠ সহচর বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম। গণমাধ্যমকে তিনি জানান, ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।



পুলিশ প্রশাসনের সূত্র জানায়, ফতুল্লা, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি অনেকদিন যাবতই পলাতক ছিলেন। তবে গত বছরের (২০২৪ সালের ৮ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের এবং ওসমান পরিবারের বিপক্ষে অবস্থান নিয়ে কয়েক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হন বলে অভিযোগ আছে । তবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও তিনি সেই চেয়ারে বেশিদিন বসতে পারেননি। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকারে পতনের পর তিনি গা ঢাকা দেন। এরপর বেশ কিছুদিন যাবতই তিনি বিভিন্ন মসজিদ মাদরাসার উন্নয়নমুলক কাজে অংশগ্রহণ করে অনেকটাই প্রকাশ্যে চলে এসেছিলেন। তবে মঙ্গল রাতে তিনি অপারেশন ডেবিল হান্টের অভিযানে আটক হন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন