Logo
Logo
×

রাজনীতি

জাসাসে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ এর স্থান নেই : সানি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

জাসাসে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ এর স্থান নেই : সানি

জাসাসে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ এর স্থান নেই : সানি

Swapno

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর (জাসাস) এর কমিটিতে কোন সন্ত্রাসী-চাঁদাবাজ ও অনুপ্রবেশকারী কেউ স্থান পায়নি। যারা বিগত কেন্দ্রীয় ঘোষিত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন বা করে যাচ্ছেন। যারা জিয়াউর আদর্শের সৈনিক হিসেবে পরিচিত তারাই নারায়ণগঞ্জের (জাসাস) এর নেতৃত্ব দিচ্ছেন। আমি যতদিন পর্যন্ত জাসাস এর কমিটির সাথে সম্পৃক্ত রয়েছি আশা করি জাসাসে কোন চাঁদাবাজ-ধান্দাবাজদের স্থান নেই আর পাবে ও না। গতকাল সোমবার (১৬ মার্চ) যুগের চিন্তার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, ১৯৭৮ সালের (২৭ ডিসেম্বর) শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে বিএনপির ১১ টি অঙ্গসংগঠনের মধ্যে জাসাস ৪ নাম্বার অবস্থানে রয়েছে। আমি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাসাসের সাথে রয়েছি। আর দীর্ঘ ৪৬ বছরে জাসাসের কেন্দ্রীয় ১৩ থেকে ১৪টি কমিটি হয়েছে আর সকল কমিটিতেই আমি দায়িত্ব পালন করেছি। জাসাস এর প্রতিষ্ঠাকালীন কমিটিতে আমি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ছিলাম, পরবর্তী কমিটিতে সমাজ সেবা বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পাই।


এর পরের গঠিত কমিটিতে দুই ট্রাম্পে আমি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তী কমিটিতে আমি টানা তিন বার যুগ্ম সম্পাদক এর দায়িত্বে ছিলাম। পরের ট্রাম্পে আমি তিনবার কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ জাসাস কেন্দ্রীয় কমিটির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।



তিনি আরো বলেন, আমার জন্মস্থান যেহেতু নারায়ণগঞ্জ। সেই হিসেবে আমি প্রথম থেকেই নারায়ণগঞ্জে জাসাসকে পরিছন্ন রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচালনা করার জন্য চেষ্টা ও পরিশ্রম দুটোই করে যাচ্ছি। যাকে ঘিরে আমি জোর গলায় বলতে পারবো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর (জাসাস) এর কমিটিতে কোন চাঁদাবাজ-ধান্দাবাজ অনুপ্রবেশকারী এই জাতীয় কেউ স্থান পায়নি। আর আমি যে পর্যন্ত জাসাস এর দায়িত্বে থাকবো সে পর্যন্ত এমন কেউ স্থান পাবে ও না। ইতিমধ্যে আমি নিয়মিত জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও মতবিনিময় করছি।



তিনি বলেন, সকলেই অবগত আছেন নারায়ণগঞ্জে জাসাস অনেকটাই শক্তিশালী একটি সংগঠন আর এটাকে এগিয়ে নিয়ে যেতে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ জাসাস এর জেলা ও মহানগরের নেতাকর্মীরা আমাকে ব্যাপক সহযোগীতা করে যাচ্ছে। সেই কারণে আমি মনে করি নারায়ণগঞ্জে জাসাস পরিচালনা করার ক্ষেত্রে আমি ৯০% সফল। 


এ ছাড়া জাসাসকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ঈদের পর জাসাস এর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রত্যোকটি ইউনিটে আমরা কর্মী সম্মেলন করবো। এর মাধ্যমে আমরা আরো গভীরে গিয়ে জেলা ও মহানগর (জাসাস) আরো শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছি যা ঈদের পরপরই দৃশ্যমান হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন