আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : টিপু

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

আমাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : টিপু
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বর্তমানে বিভিন্ন কায়দায় সংবাদকর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একটি কুচক্রীমহল উঠে পরে লেগে আছে। তারা আমার রাজনৈতিক গতিকে বাধা দিতেই বহু অপপ্রচার চালাচ্ছে। আপনারা সকলেই অবগত রয়েছেন হোসিয়ারী সমিতি থেকে যারা হোসিয়ারী মিলানায়তন ভাড়া নিয়েছে তাদের থেকে অনুমতিক্রমে তাদের অফিসটি আমরা ব্যবহার করি।
এখানে ২০২২ সাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ মূলদল ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আসেন। এ ছাড়া যতদিন যাবৎ আমরা এই অফিসে বসি ততদিন যাবৎ এখানে এন-এস আই, ডিজিএফ আই, সাংবাদিক, পুলিশ-প্রশাসনের লোকজন ও এখানে নিয়মিত আসে। এই হোসিয়ারী সমিতিতে যদি কোন প্রকারের টর্চাল সেল হতো এটা অনেক আগে থেকেই সকলে জানতে বা বুঝতে পারতো।
তিনি বলেন, এটা কিছুই নয়, আমাদের মহানগর বিএনপির কায়ক্রমকে বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠি যারা অবৈধভাবে দিগু বাজার, মীরজুমলা রোড দখল করে চাঁদাবাজি করে আসছেন। আর যখন প্রশাসন ও রাজনৈতিক ব্যাক্তিরা মীরজুমলা রোডের ঐতিহ্যেকে ফিরিয়ে দিতে যখন একাট্টা হয়ে এই মীর জুমলা রোড দখল উচ্ছেদ করে গাড়ি চলাচলের ব্যবস্থা করতে কয়েক দফায় প্রশাসন উচ্ছেদ অভিযানের পর পরবর্তীতে প্রশাসনকে সহযোগীতা করতে আমার নেতৃত্বে মীর জুমলা রোড দখলমুক্ত করতে সেখানে স্বশরীরে গিয়ে দোকানদারদের বুঝিয়ে রাস্তা দখলে বাধা দেই।
সে সময় সেই চাঁদাবাজ সিন্ডিকেটের গাত্রদাহ হয়। এর পর থেকেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মিছিল করেছেন-ব্যানার করছেন সবই ষড়যন্ত্রমূলক। আর বর্তমানে রাজনৈতিক একটি কুচক্র মহলের মাধ্যমে বিভিন্ন সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছেন।
আর আমি নারায়ণগঞ্জের সকল সাংবাদিক ও প্রশাসনকে আহ্বান করবো তারা এই হোসিয়ারী সমিতিতে এসে দেখুক এখানে কোন প্রকারের টর্চার সেল ছিলো কিনা। যারাই এগুলো করছে তারা একটি মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে যাচ্ছেন। আমি মহানগর বিএনপির দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা থেকে বিরত রাখতেই আমার বিরুদ্ধে এই প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।