Logo
Logo
×

রাজনীতি

শীঘ্রই ৩১ সদস্যের কমিটি আসছে : মামুন মাহমুদ

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

শীঘ্রই ৩১ সদস্যের কমিটি আসছে : মামুন মাহমুদ

শীঘ্রই ৩১ সদস্যের কমিটি আসছে : মামুন মাহমুদ

Swapno


 নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দলের যে সিদ্ধান্ত হয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী বড় বড় ইফতার পার্টি না করে জনসম্পৃক্ত করার জন্য জনবহুল এলাকাগুলোতে আমরা ইফতার পার্টি করেছি। আপনারা জানেন খোরা মাঠে, মসজিদে ইফতার পার্টি করে জনসম্পৃক্ত করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি থানা-উপজেলায় নেতাকর্মীরা ব্যাপকভাবে কাজ করছে এমনকি শুধু ইফতার পাটিই নই এই শেষ সময়ে নেতাকর্মীরা পাড়া মহল্লায় ঈদ সামগ্রী বিতরন করছে। আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমানের দেওয়া ঈদ সামগ্রী জনগনের মাঝে পৌঁছে দিচ্ছি। আমারা ঈদের আগেই তাদের রহমানের দেওয়া এই উপহার আমরা আমাদের প্রত্যেকটি উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে এ উপহার দিয়ে দেবো। আমরা চেষ্টা একছি একজন মানুষও যেন এই উপহার থেকে বঞ্চিত না হয় যারা ঈদ সামগ্রী কেনার মতো সামর্থ্য নেই আমরা সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু এখনো আমরা ক্ষমতায় যাইনি কিন্ত তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, এই দলের কাছে সাধারন মানুষের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই জনমানুষকে সম্পৃক্ত করে ইফতার মাহফিল ও জনমানুষকে কাছে টানার জন্য তারেক রহমানের ঈদ সামগ্রী নিয়ে মাঠে রয়েছি এবং মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। গতকাল যুগের চিন্তার সাথে এক স্বাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।



এসময় তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সকল কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কারণ এখন এখানে কোন জনপ্রতিনিধি নাই, নির্বাচিত কোন প্রতিনিধি নাই, এই সুযোগে কিছু অপরাধী কিছু সুবিধাবাদী বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছে। তবে আমরা যারা দল করি  আমাদের দলের কিছু চেইন অব কমান্ড রয়েছে এবং সেখানে শাসন ব্যবস্থাও রয়েছে। চেইন অব কমান্ডের বাহিরে কেউ যদি কোন কর্মকাণ্ডে লিপ্ত হয় দল তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করে এই ক্ষেত্রে দলের অবস্থান খুবই শক্ত এবং অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স। কাজেই আমাদের দলের মধ্যে কেউ অপরাধ কর্মকাণ্ড করছে সে তো বিচারের আওতায় আসছে এবং যারা আমাদের নাম ভাঙ্গিয়ে কিছু করে থাকে তারা হয়তো সেই ফ্যাসিবাদী সরকারের সাথে ছিলো এখন আবার সুযোগ বুঝে আমাদের লোকজনের সাথে মিশে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হতে পারে কিন্ত এই ক্ষেত্রেও আমরা আমাদের নেতাকর্মীদের সতর্ক রাখছি এমনকি আমরা বিভিন্ন সময় আমাদের মিটিং ও মতবিনিময় সভায় ডেকে সতর্ক করছি এবং তারেক রহমানের যে বার্তা আমরা সেটা নেতাকর্মীদের মাঝে পৌছে দিচ্ছি।
এসময় তিনি আহবায়ক কমিটি পূণাঙ্গ করার বিষয়ে বলেন, আমাদের নেতা তারেক রহমানের কাছে আমরা ৩১ সদস্যের নাম দিয়েছি খুব শীঘ্রই ঘোষণা দেবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন