Logo
Logo
×

রাজনীতি

নিজের নামে ব্যানার করে গ্যাড়াকলে যুবদলের রনি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

নিজের নামে ব্যানার করে গ্যাড়াকলে যুবদলের রনি

নিজের নামে ব্যানার করে গ্যাড়াকলে যুবদলের রনি

Swapno

# যুবদলের সভাপতি মোনায়েম মুন্না গাড়ি থেকে না নেমেই গাড়ি ঘুরিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন



নানা নাটকীয়তা আলোচনা সমালোচনা মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ঈদ সামগ্রী বিতরণ করা হলেও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তার নিজ নামে অনুষ্ঠানস্থলে একক ব্যানার করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার লজ্জা কিছুতেই ডাকতে পারছে না। আর এই তুলকালাম কান্ড নিয়ে জেলা জুড়েই বিএনপি নেতাদের মধ্যে আলোচনা সমালোচনা চলমান রয়েছে।



সূত্র বলছে, শুক্রবার (২১ মার্চ) নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চা বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের ভেন্যু নির্ধারণ করা হয়। তবে ভেন্যু নির্ধারণে নির্দেশনা ছিল খালি মাঠ বা গ্রামীণ অঞ্চলের করার জন্য। এছাড়া প্রোগ্রামে ব্যানার ফেস্টুন থাকলেও দলীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি থাকবে পাশাপাশি আয়োজিত ইউনিটের নাম থাকতে পারে।


কিন্তু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসকল কেন্দ্রীয় যুবদলের এসকল সিদ্ধান্তকে প্রধান্য না দিয়ে জেলা যুবদলের পদাধিকার বলে জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের ভেন্যু নির্ধারণ করেন তার নিজ এলাকা মাসদাইরে তাও সেটা ছিল একটি সরকারি বালিকা স্কুলের মাঠ। তাছাড়া  নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে মশিউর রহমান রনির নামে তার একক ব্যানারে ছেয়ে ফেলেন পুরো বিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো অনুষ্ঠানস্থল।


কিন্তু শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের জন্য নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চা বিদ্যালয় মাঠে প্রবেশ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বিদ্যালয়ের প্রধান ফটকের নিকটে তার গাড়িটি পৌছালেই দেখতে পান মশিউর রহমান রনির একক ব্যানার কিছুটা ভিতরেও একক ব্যানার এবং ভেন্যু একটি বিদ্যালয়ের মাঠে নির্ধারণ করা হয়েছে। এমন দৃশ্য থেকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না গাড়ি থেকে না নেমেই সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।


পরবর্তীতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ঈদ সামগ্রী বিতরণের জন্য প্রধান অতিথি হিসেবে মোনায়েম মুন্না নারায়ণগঞ্জ ক্লাবে অপেক্ষমান থাকলে সেখানে গিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক সদস্য সচিব মশিউর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানও এই ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠানে পুনরায় যোগদানের কেন্দ্রীয় সভাপতিকে অনুরোধ করেন।


পরবর্তীতে বেলা ১টার দিকে প্রায় ২ঘন্টা পর অনুষ্ঠানস্থলে যোগ দিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ঈদ সামগ্রী বিতরণ করেন। তবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ইচ্ছেমতে ভেন্যু নির্ধারণ অনুষ্ঠানস্থল জুড়ে রনির একক নামীয় ব্যানার সাঁটানো থাকলেও নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ছিলেন নীরব তারাও রনির একক সকল কর্মকান্ডকে মেনে নিয়েছিলেন। 


কিন্তু কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না কিছুতেই মশিউর রহমান রনির একক কর্মকান্ডকে দেখে এবং আঁচ করতে পেরে মেনে নিতে না পেরে অনুষ্ঠানস্থলই ত্যাগ করেন। আর এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব এখন জেলাজুড়ে সমালোচনার পাত্র হয়েছেন। এছাড়া যুবদলের নেতাকর্মীদের কাছেও নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন।


এই ঘটনায় অনুষ্ঠান উপস্থিত যুবদলের অন্যান্য নেতারা প্রতিক্রয়া ব্যক্ত করে বলেন, আজকের এই ঘটনা নারায়ণগঞ্জ জেলা যুবদলের ইতিহাসের একটি লজ্জাজনক ঘটনা। কিছুতেই এই ঘটনাকে এড়িয়ে যেতে পারবে না জেলা যুবদল এমনকি অনুষ্ঠানে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা এই ঘটনায় বিএনপির ভাবমূর্তি ও ক্ষুন্ন হয়েছে। 


কেননা অনুষ্ঠানে ঈদ সামগ্রী গ্রহণ করতে সকাল ১০টা থেকে শারীরিক বাক এবং দৃষ্টি প্রতিবন্ধী এবং গরীব দুস্থরা কার্ড নিয়ে অপেক্ষা করতে থাকেন। এরমধ্যেই তারা জানতে পারেন অনুষ্ঠানে প্রধান অতিথি এসে চলে গিয়েছেন অনুষ্ঠানে না এসেই এখন অনুষ্ঠান শুরু হবে সে আশায় থাকতে থাকতে প্রায় বেলা ১টা এরমধ্যে অনেকে অসহায় দুস্থ অনুষ্ঠানস্থল থেকে চলে যান। এসকল কারণে আজকের এই অনুষ্ঠানে বিএনপির ইমেজও ক্ষুন্ন হয়েছে। 


এছাড়া যেহেতু অনুষ্ঠানে ব্যানার লাগানো নিষেধ ছিল জেলা যুবদলের সদস্য সচিব রনি তার একক ব্যানার সাঁটিয়েছেন এবং এই দৃশ্য থেকে কেন্দ্রীয় সভাপতি ক্ষুদ্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন এর দায় জেলা যুবদলের সদস্য সচিব রনির নিতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন