
আমি সেবামূলক রাজনীতি করতে চাই : শিপলু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর নিজস্ব উদ্যোগে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মার্চ) পুরাতন জিমখানা কাদেরিয়া তৈয়্যবিয়া মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা লোকমান হোসেন।
ইফতার বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, আমার রাজনীতিটা বঞ্চিত জনগণের জন্য। আমি জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমি সেবামূলক রাজনীতি করতে চাই মানুষের পাশে থাকতে পারাটা আমার রাজনীতির সফলতা। সন্ত্রাস দখলবাজ চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে আমার রাজনীতি জনাব তারেক রহমানের নির্দেশক্রমে মানুষকে সেবা দিতে পারাটাই আমার রাজনীতির প্রধান উদ্দেশ্য।বিগত ১৭ বছরে আন্দোলন সংগ্রামী সম্পৃক্ত ছিলেন না তারা আজকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত আসলে তারা বিএনপির কেউ না।
তিনি বলেন, এটা মার্চ মাস স্বাধীনতা দিবসের মাস।শহীদ জিয়ার ঘোষণায় স্বাধীনতার সূচনা হয়েছিল। আমি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয় আদর্শিক রাজনীতিতে নিজেকে এগিয়ে নিতে চাই। একটি সফল রাষ্ট্র গঠনে আরেক জিয়া নির্দেশক্রমে আমি কাজ করে যাব। এতে যদি আমার উপর কোন বাধা আসে সেটা তোয়াক্কা করি না। দেশপ্রেম মানবতা হচছে পবিত্র দায়িত্ব।
এই দায়িত্ব যাতে আমি সঠিকভাবে পালন করতে পারি সেজন্য আমি নারায়ণগঞ্জবাসীর দোয়া চাই। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রহমানের সুস্থতা কামনা করে এবং বিএনপি'র প্রতিটি নেতাকর্মী সমর্থক ও দেশবাসীর মঙ্গল কামনা করে। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশ।