Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে বাড়ছে হাইব্রিডদের সংখ্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম

বিএনপিতে বাড়ছে হাইব্রিডদের সংখ্যা

বিএনপিতে বাড়ছে হাইব্রিডদের সংখ্যা

Swapno

আওয়ামীলীগ সরকারের পতনের পূর্বকালীন সময়ে নারায়ণগঞ্জের অপরাধ জগৎতের নাম নিলেই উঠে আসত নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান পরিবারের নাম। যারা কিনা ঘরে বসেই রিমোর্ট কন্ট্রোল এর মত পুরো নারায়ণগঞ্জের অপরাধ জগৎত নিয়ন্ত্রণ করতেন। যেখানে ছিলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন শ্রেনীর নেতারাই। 


যারা বিগত দিনে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ ও কুখ্যাত ওসমানদের সঙ্গে, তারাই এখন বিএনপির ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না। অথচ তারাই এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এসব ঘটনার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অধিকাংশ ক্ষেত্রে ‘হাইব্রিড’দের সংশ্লিষ্টতা পেয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্তরা। অনেক ক্ষেত্রে দেখা গেছে, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর ওপর দায় চাপানো হয়েছে।


বিদ্যমান পরিস্থিতিতে দলটির ত্যাগী এবং দুঃসময়ের নেতাকর্মীরা বিব্রত এবং এক রকমের কোণঠাসা। এদিকে হাইব্রিডদের বিষয়ে পটপরিবর্তনের শুরু থেকেই কঠোর বিএনপি হাইকমান্ড। এখন থেকে আরও কঠোর হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে নির্দেশনা দিয়ে হাইব্রিডদের দলে জায়গা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। তা ছাড়া প্রমান সহকারে কয়েকজন বহিস্কার ও কারণ দর্শানোর নোটিশ পেলে ও এখনো শক্ত হচ্ছে না বিএনপির পটপরিবর্তনের রাজনীতি। বর্তমানে বেশিরভাগ নেতাকর্মীরাই আওয়ামী লীগের সাথে পার্সেন্টিজ করে আতাঁত করে চলছে। এরাই দলের জন্য ভয়ানক শত্রু। বর্তমানে ফতুল্লা, সদর, বন্দর, বিশেষ করে রূপগঞ্জ ও সোনারগাঁয়ে হাইব্রিডদের সংখ্যা তুুঙ্গে। 


এদের দাপটে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতারা অবমূল্যায়িত হচ্ছে। এদিকে গত ৭ মাসে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নারায়ণগঞ্জের কয়েকজনের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিলে ও এখনো দলের মধ্যে হাইব্রিড রয়ে গেছে। এ ছাড়া এদের হাত ধরে আরো হাইব্রিড নেতারা দলে অংশ নিচ্ছে যারা দলকে ভালো না বেসে দলের স্বার্থকে হাসিল করতেই ব্যস্ত।



বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে জানা যায়, হাইব্রিড নেতাদের বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এরই মধ্যে দল থেকে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে অনেকে অনেক অপকর্ম করছেন। যাদের সঙ্গে বিএনপির ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। 


এসব বিষয়ে তারা যথেষ্ট সজাগ রয়েছেন। বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন, পরিশ্রম করেছেন-দল তাদের মূল্যায়ন করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীকে বিভিন্ন সময়ে আশ্বস্ত করেছেন। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলিগলিতে হাইব্রিড নেতাদের ব্যানার, পোস্টার শোভা পাচ্ছে। বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসে এসব নেতার পদচারণাও বাড়ছে। ভিড় করছেন বিভিন্ন লবিং-তদবির নিয়ে। 


অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘরছাড়া হয়েছেন, তারা এখন অনেকটা ‘অসহায়’। হাইব্রিড নেতাদের চাপে তাদের অনেকেই এখন দলীয় কার্যালয়, নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন। তা ছাড়া কমিটি ক্ষেত্রে ও অবমূল্যায়িত নেতাকর্মীরা যারা রয়েছেন তারাই রাজপথে বিগত দিনে আন্দোলন সংগ্রামে পুলিশের গুলির সামনে বুক উঁচিয়ে দিয়েছিলেন এরা এখন দলের বাহিরে।


কিন্তু যারা বিগত দিনে আওয়ামী লীগের উপর আস্থা রেখে সুবিধা নিয়েছেন এরাই বর্তমানে আরো ফুলে ফেঁপে যাচ্ছেন। হাইব্রিডদের সংখ্যা চাপে হারিয়ে যেতে শুরু করেছে বিএনপির ত্যাগী নেতাদের মনোবল শক্তি ও সক্রিয়তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন