Logo
Logo
×

রাজনীতি

প্রথম অসহায়ত্বের ঈদ আ.লীগ কর্মীদের

Icon

এম মাহমুদ

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রথম অসহায়ত্বের ঈদ  আ.লীগ কর্মীদের

প্রথম অসহায়ত্বের ঈদ আ.লীগ কর্মীদের

Swapno

 প্রতিষ্ঠালগ্ন পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে ছন্নছাড়া পরিস্থিতি পার করছে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ অভিমত খোদ দলের তৃণমূলের কর্মীদের। যার কারণে ঈদুল ফিতরকে কেন্দ্র করেও আওয়ামীলীগের নেতাকর্মীরা অসহায়ত্বের ঈদ কাটিয়েছেন। কেননা আওয়ামীলীগ পতনের পূর্বে বিরোধী ভূমিকায় রাজনীতিতে থাকা দল জামায়াত-বিএনপির থেকেও দূরদশা আওয়ামীলীগের। অধিকাংশ নেতাকর্মীরাই দেশান্তর আত্মগোপন এবং জেলে অবস্থান করছেন। এছাড়া সেইফ জোনে থাকা নেতারা আওয়ামীলীগ শাসন আমলে এই দলের নাম বিক্রি করে অঢেল অর্থ সম্পদের মালিক বনে গেলেও ইচ্ছেকৃত নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে পরিবার নিয়ে আলিশান জীবন যাপন করছেন বিদেশের মাটিতে। যার ফলে দলের অধিকাংশ নেতাকর্মীদের কর্মজীবন নেই বললেই চলে একাধিক মামলার গ্রেফতার আতঙ্কে এখন ভূমিহীন। যার কারণে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এলাকায় প্রবেশ করাই ছিল দুষ্কর।



সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলায় একই চিত্র বিদ্যমান রয়েছে। কেননা নারায়ণগঞ্জ জেলায় সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতারা দেশত্যাগ আত্মগোপনে থেকে স্বাভাবিক জীবন যাপন করলেও নেতাকর্মীদের থেকে নিজেদের আড়াল করেছেন। এছাড়া যারা গ্রেফতার হয়ে জেলে রয়েছেন তাদের জামিনের ব্যাপারে সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতাদের কোন প্রতিক্রিয়া নেই বললেই চলে। কিন্তু ঈদুল ফিতরকে কেন্দ্র করে নেতাকর্মীরা সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতাদের নিকট হতে মানবেতর জীবনে ঈদ উপলক্ষে নুন্যতম আর্থিক সহায়াতা প্রত্যাশা করেছিলেন। কিন্তু পূর্বের ন্যায় নারায়ণগঞ্জ জেলার সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতারা যোগাযোগের কোন মাধ্যমই রাখেননি। এছাড়া কোন প্রকার যোগাযোগ রাখেনি। অথচ, গত ঈদুল ফিতরেও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতা এমপি মন্ত্রীরা নিজেদের নাম ফাঁটাতে ব্যাপক ঈদ সামগ্রী বিতরণের প্রতিযোগীতার নামতেন কিন্তু আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের কর্মীদের পাশেই দাড়াতে আগ্রহ দেখাচ্ছে না সেই নেতারা। সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলা সে সকল নেতারা হচ্ছেন- শামীম ওসমান,তার পুত্র অয়ন ওসমান, আজমেরী ওসমান,সেলিম ওসমান এই ওসমান পরিবার আওয়ামীলীগ থাকাকালীন সময়ে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ থেকে শুরু ঈদ জামাতকে কেন্দ্র করেও তার শো অফ করতেন।


এছাড়া তাদের ঘনিষ্ঠ সহচর আনোয়ার হোসেন,খোকন সাহা,আব্দুল হাই, আবু হাসনাত মো. শহীদ বাদল,চন্দন শীল, এহসানুল হক নিপু, জাকিরুল আলম হেলাল, শাহ্ নিজাম,সাজনু, এহসানুল হক নিপু এরা আওয়ামীলীগের নাম করে কোটি কোটি টাকার অর্থ সম্পেদের মালিক হলেও আওয়ামীলীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তী সময় থেকে কেউবা আত্মগোপন এবং দেশত্যাগ করে বিলাশবহুল জীবন যাপন করছেন। এছাড়া আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু ও সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত, সোনারগাঁয়ের আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ইঞ্জি মাসুদুর রহমান মাসুম, ড. আবু জাফর চৌধুরী বিরু, মাহফুজুর রহমান কালাম যারা আওয়ামীলীগের শাসন আমলে বহু ত্যাগের কথা বা দুসময়ে সুসময়ে কর্মীদের ব্যবহার করলেও ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের ছন্নছাড়া অবস্থায় কর্মীদের নিয়ে কোন প্রকার মাথা ঘামাচ্ছে না। তবে ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলায় সাবেক এমপি মন্ত্রী প্রভাবশালী নেতাদের আলীসান জীবন যাপন ফূর্তির ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। মূলত, আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ঈদ এবং ঈদ পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃণমূলের কর্মীরা নাম প্রকাশে অনিচ্ছিায় এসকল নেতাদের বিগত সময়ের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে নানা মন্তব্য করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন