Logo
Logo
×

রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে  সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল

Swapno

গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মহানগর বিএনপির ঘোষিত র‌্যালিকে সফল করতে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল অংশগ্রহণ করেন। 


গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল তিনটায় নগরীর বরফকল মাঠ থেকে ব্যানার ফেস্টুনসহ জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে খানপুর হাসপাতাল রোডে মহানগর যুবদলের মূল ব্যানারের র‌্যালির সাথে একত্মতা প্রকাশ করে মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে মহানগর বিএনপির মূল র‌্যালির সঙ্গে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।


এ সময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি করে শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোঃ আরমান, যুবদল নেতা আশিকুর রহমান অনি,বাদশা খান, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার,মঞ্জু,জাহাঙ্গীরসহ সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের ১০টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।



Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন