Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় বিএনপির জনসমাবেশে মিঠুর তাক লাগানো শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

ফতুল্লায় বিএনপির জনসমাবেশে মিঠুর তাক লাগানো শোডাউন

ফতুল্লায় বিএনপির জনসমাবেশে মিঠুর তাক লাগানো শোডাউন

Swapno

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপির কর্তৃক আয়োজিত জনসমাবেশকে সফল করতে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশনায় ফতুল্লা থানা যুবদল নেতা মিঠুর নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের ঢল নিয়ে সমাবেশে যোগদান করেন। 


গতকাল রোববার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় শিবু মার্কেট থেকে দুই ট্রাক ও ১৫টি অটো যোগে নেতাকর্মীরা ফতুল্লা পোস্ট অফিসের সামনে এসে নেতাকর্মীরা একত্রিত ও ব্যানারে ফেস্টুনে সুসজ্জিত হয়ে প্লেকার্ড হাতে  স্লোগানে স্লোগানে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন। এতে লোকেলোকারন্ন হয়ে উঠে ঐতিহাসিক ডিআইটি মাঠ চত্ত্বর। 


মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গতিশীল নেতৃত্বের বিষয়ে শ্লোগাণ ধরেন নেতাকর্মীরা। শ্লোগাণে শ্লোগাণে প্রকম্পিত হয় রাজপথ।  


এদিকে, মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে অসুস্থ শরীর নিয়ে অটোতে বসে ফতুল্লা থানা যুবদল নেতা মিঠু বলেন, দেশনায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করা আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব। সেই দাবি আদায়ের লক্ষ্যে এবং জনমত তৈরী করতে আমাদের নেতা ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ফতুল্লা ডিআইটি মাঠে যেই জনসভার ডাক দিয়েছেন, আমি তার কর্মী হিসেবে সেই জনসভা সফল করতে আমাদের নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছি। 


এই জনসভা জনেস্রাতে পরিণত হয়েছে। এতে আরও একবার প্রমাণিত হয়েছে যে, ফতুল্লার মাটি রিয়াদ চৌধুরীর ঘাটি। আমরা আমাদের নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি ও আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন