Logo
Logo
×

রাজনীতি

কারামুক্ত জাকির খান, বিশাল শোডাউন করে বরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

কারামুক্ত জাকির খান, বিশাল শোডাউন করে বরণ

কারামুক্ত জাকির খান, বিশাল শোডাউন করে বরণ

Swapno

নারায়ণগঞ্জের বহুল আলোচিত নাম জাকির খান। যিনি দীর্ঘ ২১ বছর পলাতক ও তার বিরুদ্ধে দায়েরকৃত ৩৩টি মামলায় আড়াইবছরের বেশি কারাগারে থাকার পর আজ সকল মামলায় খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন। ১৩ এপ্রিল রোববার সকালে এই আলোচিত নেতাকে বরণ করে নিতে লক্ষাধিক সমর্থক ভোর থেকে নারায়ণগঞ্জ কারাগারে সামনে উপস্থিত হন।

এদিকে কারামুক্ত জাকির খানকে নিয়ে আনন্দ মিছিল করে লিংক রোড, চাষাঢ়া, ২নং রেলগেইট হয়ে দেওভোগে প্রবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সমর্থকরা।  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহস্যজীবি দলে থাকা জাকির খানের সমর্থকরা গত ২ দিন যাবৎ এই আনন্দ মিছিল পালনের লক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা করেছেন।

 দীর্ঘ ২১ বছর সিনেমার কাহিনীর মতোই তাকে নিয়ে নানা মুখরোচক চর্চা হতে দেখা গেছে নারায়ণগঞ্জে সর্বমহলে। যিনি জেলা ছাত্রদলের সভাপতি পদ থাকাকালিন সময় থেকেই নারায়ণগঞ্জের গনমানুষের আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত ছিলেন। দীর্ঘদিন জাকির খান যাতে দেশে ঢুকতে না পারে একের পর এক মামলা মোকাদ্দমা দিয়ে তাকে দমিয়ে রাখার মাস্টার মাইন্ডে প্রকাশ্যে তৈমূর আলম খন্দকার পরিবার সামনে থাকলেও এর পেছনে কুখ্যাত ওসমান পরিবারও নীলনকশা চালিছিলেন। কিন্তু সর্বশেষ আলোচিত সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় চলতি বছরের (৭ জানুয়ারি) জাকির খান সহ তার তিন ভাই খালাস পান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এরপর জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল জানান, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এরমধ্যে ৩০টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি দুটি মামলায় জামিনে আছেন। আদালতের কাগজপত্র কারাগারে পৌঁছেছে, তাই তার মুক্তিতে আর কোনো বাধা নেই। কিন্তু এর মধ্যে একটি মামলার সাজা থাকায় তিনি মুক্তি পাচ্ছিলেন না। যাকে ঘিরে জাকির খানের মুক্তি নিয়ে চিন্তিত হয়ে পরেছিলেন সমর্থকরা। ইতিমধ্যে সাজাপ্রাপ্ত মামলার সাজা ভোগ প্রায় শেষ। যাকে ঘিরে আজকে সকাল ১০টার পরে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান আলোচিত জাকির খান।



এদিকে ২২ বছর নারায়ণগঞ্জ থেকে নির্বাসিত ও আড়াই বছর ধরে কারাবন্দী এ নেতার মুক্তির খবরে আনন্দে আত্মহারা সমর্থকরা। তা ছাড়া ২০০৩ সালে চারদলীয় জোট সরকার আমলে ১৮ ফেব্রুয়ারি শাব্বির আলম খন্দকার হত্যার পর থেকে নারায়ণগঞ্জ ছাড়েন জাকির খান। দীর্ঘ সময় বিদেশ দেশে পলাতক থাকা অবস্থায় আওয়ামীলীগ সরকার আমলে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর জাকির খানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এর পর টানা আড়াই বছর ধরে কারাবন্দী থাকেন তিনি। বর্তমানে তার মুক্তির আভাসে উচ্ছ্বাসিত হয়ে হয়ে উঠেছে নেতাকর্মীরা। এদিকে বিগত দিনে বিশেষ করে গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমান, সেলিম ওসমানসহ গোটা ওসমান পরিবার এই জাকির খানকে শুধু আতঙ্ক মনে করতো। ছাত্রদলের সাবেক এই নেতার বিশাল জনপ্রিয়তা রয়েছে। কর্মীসমর্থকদের বিশাল এই সমর্থনকেই সবসময় আতঙ্ক ভোগ করতো ওসমান পরিবার। সামনের দিনগুলোতে জাকির খান যদি বিএনপির মূল ধারার রাজনীতিতে নিজেকে ও তার কর্মীবাহিনীকে সঠিক পথে পরিচালিত করতে পারে আগামীর রাজনীতিতে এই জাকির খানই বিএনপির অন্যতম ভরসার কান্ডারি হতে পারে বলে মনে করা হচ্ছে। নারায়ণগঞ্জ বিএনপির যেই নেতৃত্বশুন্যতা দীর্ঘদিন ধরে চলছে তা জাকির খানের মাধ্যমেই সেই অভাব ঘুচতে পারে।


        

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন