Logo
Logo
×

রাজনীতি

সন্ত্রাসী কাসেমের সহযোগি মজিবুরের নৌপথে ডাকাতির ভিডিও ভাইরাল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

সন্ত্রাসী কাসেমের সহযোগি মজিবুরের নৌপথে ডাকাতির ভিডিও ভাইরাল

ফাইল ছবি

Swapno

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মহড়া হচ্ছে। তার মাঝে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের চর সৈয়দপুর এলাকার কাশেম সম্রাট ও রানার বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও এখনো তাদের গ্রেপ্তার করা হয় নাই। একই সাথে রানার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সহ প্রশানের বিভিন্ন দপ্তরে আবেদন করা হলেও তা উদ্ধার করা হয় নাই। এবার কাসেম রানার অন্যতম সহযোগি মজিবুরের ডাকাতির ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি অষÍ্র নিয়ে নদী পথে ডাকাতি করতে গেলে তার ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ সদর থানার কৃষক লীগের সভাপতি কাসেমের সহযোগি মজিবুরকে গ্রেপ্তারের দাবী উঠেছে।




এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই নারায়ণগঞ্জের জালকুড়ি, মন্ডলপাড়া ব্রীজ, নিতাইগঞ্জে অত্যাধুনিক অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর গুলি ছোড়েন ওয়ন ওসমান সহ তার অস্ত্রবাহিনী। তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সুযোগ বুঝে এলাকায় এসে মানুষের উপর যুলুম নির্যাতন চালাতে পিছপা হন নাই। তাদেরই অন্যতম দোসর ওয়ন ওসমানের সহচর কাসেমের সহযোগি মজিবুর ছিনতাই,ডাকাতির কর্মকান্ড চলমান রয়েছে। আওয়ামী লীগের  দোসররা তাদের সহযোগিদের দিয়ে নানা অপকর্ম করে  মানুষের মাঝে আতঙ্ক তৈরী করে বর্তমান সরকারের ইমেঝ ক্ষুন্ন করার জন্য পায়তারা করছে।




অন্যদিকে অভিযোগ রয়েছে গোনগর সৈয়দপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী দৌলত মেম্বারের পুত্র কাশেম সম্রাট ও রানা বিাহনীর বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে, চাদাঁবাজি, ছিন্তাই মাদককারবারির মামলা রয়েছে। কাসেম ও রানা অবৈধ অস্ত্র সহ তাদের বাহিনী নিয়ে ওয়ন ওসমানের সাথে গিয়েছে বলে জানান একাধিক ব্যক্তি।  ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্যতাগ করে দেশ ছাড়ার পরেও নারায়ণগঞ্জ সদর থানার কৃষক লীগের  আহ্বায়ক কাসেম সম্রাট, সদস্য সচিব রানা অস্ত্রের ঝনজানি দিয়ে নদী পথে ডাকাতির কর্মকান্ড চালাচ্ছেন।




জানাযায়, সাইত্রিশ সেকেন্ডের এ্কটি ভিডিুতে দেখা যায় সন্ত্রাসী কাসেম সম্রাটের সহযোগি ডাকাত দলের সরদার মুজিবর হাতে অস্ত্র নিয়ে শীতলক্ষ্যা নদীতে অন্য আরেকটি ট্রলারে লোকজন থাকা ব্যক্তিদের অকথ্য ভাষায় গালা গালি করছে। ডাকাতি করতে গিয়ে গুলি করার জন্য নির্দেশনা পর্যন্ত দেন।  আর এতে করে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।




এর আগেবছর কয়েক আগে গোগনগর ইউনিনের সংরক্ষিত নারী মেম্বার নিলুফা বেগমকে সন্ত্রাসী রানা তার অস্ত্র দিয়ে গুলি করেন। আর এজন্য তখন তাকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের জন্য মালিবাগ সিআইডি অফিসে আবেদন জানান নিলুফা মেম্বার। একই সাথে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ নিকট তার অনুলিপি আদেন জানিয়ে অস্ত্র উদ্ধারের দাবী জানান। নিলুফা মেম্বারের অভিযোগে বলা হয়, ২০২২ সনের ১৫ মার্চ  গোনগরের ৭,৮.৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নিলুফা বেগমের বাড়ির সামনে পূর্ব সুত্রতার জের ধরে অস্ত্রধারী সন্ত্রাসি রানা হামলা চালায়। তখন রানার হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে এলাপাথারি গুলি চালালে গুলিবিদ্ধ হন নিলুফা মেম্বার। এমনকি এই ঘটনায় তখন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কাশেম সম্রাট, রানা সহ প্রায় ৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর ০১। তাই তাদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন সচেতন মহল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন