Logo
Logo
×

রাজনীতি

না.গঞ্জের জাতীয় পার্টি এখন ঢাকায়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

না.গঞ্জের জাতীয় পার্টি এখন ঢাকায়

না.গঞ্জের জাতীয় পার্টি এখন ঢাকায়

Swapno

নারায়ণগঞ্জে জাতীয় পার্টি থেকে ঘোষিত ওসমান পার্টির নেতারা নিজেদের অস্তিত্ব লুটিয়ে পালিয়ে গেলে নিশচিহ্ন হয়ে যায় নারায়ণগঞ্জে জাপার রাজনীতি। নারায়ণগঞ্জে জাপার সেই রাজনীতিকে পুনরুজ্জীবিত রাখতে ঢাকায় থেকে লিড দিচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা। নারায়ণগঞ্জে জাপা ঘোষিত ওসমান পার্টির নিয়ন্ত্রক নাসিম ওসমান হাত ধরেই জাপার কেন্দ্রীয় রাজনীতিতে উত্থান ঘটিয়ে জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হোসাইন মো এরশাদের ঘনিষ্টজন পরবর্তীতে তার পরিবারের সকলের সাথে ঘনিষ্ঠতা গড়ে তুলে ওসমান পার্টির সার্পোটে জাপার টিকেটে সাংসদ হন। 


সাংসদ হয়ে নারায়ণগঞ্জ জাপার রাজনীতি তার নিয়ন্ত্রণে নেন খোকা। পরবর্তীতে নারায়ণগঞ্জ জাপার সকল কমিটিও তার নিয়ন্ত্রণে নেন। তবে ৫ই আগস্টের পর আওয়ামীলীগের পতনের পর নারায়ণগঞ্জে আওয়ামীলীগের সাথে জাপার রাজনীতি নিশচিহ্ন হয়ে গেলেও ঢাকা থেকে জাপার নেতৃত্ব দিচ্ছেন খোকা। অথচ, তার পছন্দে নারায়ণগঞ্জ জাপার কমিটি করলেও তার কমিটির নেতারা তাঁকে সঙ্গ দিচ্ছে না। সকলেই আওয়ামীলীগের সাথে সাথে গাঁ ডাকা দিয়েছেন।


সূত্র মতে, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি করেছিলেন সানাউল্লাহ সানু সাধারণ সম্পাদক করেছেন নাইম ইকবালকে এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি করেছিলেন মোদাচ্ছেরুল হক দুলালকে সাধারণ সম্পাদক করেছিলেন আফজালকে। এরমধ্যে নারায়ণগঞ্জ জাপার কোন নেতাই খোকার সঙ্গ দিচ্ছে না। নারায়ণগঞ্জ জাপার আরেক নিয়ন্ত্রক সেলিম ওসমানও আত্মগোপনে থাকায় তার সাথে সাথে জাপার নেতারাও আত্মগোপন করেছেন। কারণ এরমধ্যে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র হত্যা মামলার আসামী হয়েছেন। এরমধ্যে জেলা জাপার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল মামলা খেয়েও প্রকাশ্যে রয়েছেন। তবে লিয়াকত হোসেন খোকা ঢাকা জাপাকে একক ভাবে লিড দিলেও কোন প্রকার সহযোগীতা করছেন না ইকবাল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন