Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলের কার্যক্রমে ছন্দপতন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

ছাত্রদলের কার্যক্রমে ছন্দপতন

ছাত্রদলের কার্যক্রমে ছন্দপতন

Swapno

কমিটি ভাঙার ছয় মাসে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি না থাকায় অনেকটাই ঝমিয়ে পরেছে ছাত্রদলের রাজনীতি। সকলেই বড় নেতা হিসেবে নিজেদের জাহির করছেন। আবার অনেকেই নিজ সংগঠনের নেতাকর্মীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরছেন সব মিলিয়ে ছাত্রদলের রাজনীতি বর্তমানে হ-য-ব-র-ল অবস্থায় সীমাবদ্ধ রয়েছে। সেইসঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে ছাত্রদলের ব্যানারে ভাটা লক্ষ্য করা গেছে। এদিকে দীর্ঘদিন যাবৎ কমিটির কোন হদিস না থাকায় নারায়ণগঞ্জে হারিয়ে বসতে বসেছে নারায়ণগঞ্জে ছাত্রদলের রাজনীতি। তা ছাড়া জেলা ভিত্তিক কলেজ কমিটি গঠনের পদক্ষেপ কেন্দ্রীয় ছাত্রদল নিয়েছে এবং জেলার আওতাধীন ২টি কলেজ কমিটি গঠন ও করেছে। কিন্তু আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা কেউ কেন্দ্রের এই ডিসিশনের পক্ষে একমত নয় বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এককটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে ছাত্রদলের কমিটি গঠনে বাধা কে? এ ছাড়া কিছুদিন পূর্বে কোটি টাকার বিনিময়ে জেলা কমিটি বিক্রি হচ্ছে এমন গুঞ্জন উঠছিলো। কিন্তু এর পরে ও কমিটি আসেনি।



কেন্দ্র সূত্রে জানা গেছে, চলতি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছে অন্তবর্তী সরকার। এর ফলে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জে ছাত্রদলের কমিটিতে নতুন মুখ নিয়ে ঘোষণা আসছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সমর্থন নিয়ে কমিটিগুলো করা হচ্ছে বিধায় সময় লাগছে ঘোষনায়। ছয় মাস যাবৎ বিলুপ্ত কমিটিতে রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল। একাধিক গ্রুপিংয়ে কেন্দ্র ও স্থানীয় নেতাদের দারস্থ হয়েও কমিটি আসছে না ছাত্রদলের। গত বছর ১৭ সেপ্টেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা শাখা ও নারায়ণগঞ্জ মহানগর শাখা বিলুপ্ত ঘোষণা করা হয়। এর পাশাপাশি অধীনস্থ সব উপজেলা-থানা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি এবং অধীনস্থ সব ইউনিট কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে। এদিকে ছাত্রদলের কমিটিতে স্থান পেতে গত দুই ট্রাম্পে মরিয়া হয়ে উঠা অনেকেই বর্তমান নিজ নিজ থানা বা ওয়ার্ডের যুবদল বা স্বেচ্ছাসেবক দল নেতা হিসেবে বনে যাচ্ছেন। এদিকে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক কমিটি ও এর পূর্ব কমিটিতে বেশির ভাগ ছাত্র নেতারা অবমূল্যায়িত। যার ফলে অনেকেই যুবদল-স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে অংশ নিয়েছে। এবার ও বিগত কমিটির বিতর্কিতরা ফের জেলা ও মহানগর ছাত্রদলের নয়া কমিটিতে স্থান পেতে ব্যাপক দৌড়ঝাঁপ চালাচ্ছেন। এদিকে ছাত্রদলের নয়া কমিটিতে স্থান পেতে ইতিমধ্যে ডজনখানিক নেতা প্রস্তুত রয়েছে। এ ছাড়া সূত্র বলছে, কেন্দ্রীয় হাইকমান্ডে কমিটি নিয়ে চলছে দেনদরবার এমনকি নারায়ণগঞ্জের বহু প্রভাবশালী নেতাকর্মীরা ছাত্রদলের কমিটি গঠনে বিগত দিনে মাথা বেশি না ঘামালেও এখন ঘামাচ্ছে। যার কারণে হচ্ছে না কমিটি চলছে টানা হেঁচড়া।



এদিকে কমিটি না থাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলকে সুসংগঠিত এবং শক্তিশালী করা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আগামীতে বিএনপিকে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ কারণে ছাত্রদলের কমিটি অনতিবিলম্বে গঠনের বিকল্প নেই। গত ৫ আগষ্ট আওয়ামী লীগের পতনের পর পরই বিভিন্ন অভিযোগে ভেঙে দেওয়া হয় ছাত্রদলের কমিটি। তা ছাড়া বিগত দিনের জেলা ছাত্রদলের কমিটি লোভীদের হাতে তুলে দেওয়া হয়েছিলো যাকে ঘিরে ইফতার পার্টিসহ নেতাকর্মীদের মাথা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পকেট ভারী করেছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু। তা ছাড়া ইউনিট ও পূর্ণাঙ্গ কমিটি নিয়ে লঙ্কাকাণ্ডসহ বাণিজ্যের অভিযোগ অহর অহর। এমন ডজন ডজন অভিযোগে কোনঠাসায় ছিলেন জেলা ছাত্রদল। একই সাথে মহানগর ছাত্রদলের বমিগত কমিটি পরিচালনায় সর্বদা মাঠে ছিলেন সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর। তিনি আন্দোলন সংগ্রামে একই নেতৃত্ব দিয়ে চাঙা রেখেছিলেন মহানগর ছাত্রদল। তা ছাড়া ইউনিট কমিটি থেকে শুরু করে নিজ সংগঠন পূর্ণাঙ্গে ব্যাপক ভূমিকা ছিলো এই সাগরের। এ ছাড়া নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত ওসমান পরিবার ও আওয়ামী লীগের বিরুদ্ধে এই সর্বদা ছিলেন সোচ্চার। সাগরকে হারিয়ে মহানগর ছাত্রদল আবারো ধরা সই হয়ে পরেছে। এদিকে বর্তমানে ছাত্রদলের কমিটি গঠনের অমনযোগী হয়ে উঠেছে কেন্দ্রীয় হাইকমান্ড।



বিলুপ্ত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি হওয়ার গুঞ্জনে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিব মোহাম্মদ রাইয়্যান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে হিরা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাজুসহ আরো বেশ কয়েকজন। অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার গুঞ্জন রয়েছেন সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। সাধারণ সম্পাদক পদে গুঞ্জন উঠেছে সদ্য সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ আরো বেশ কয়েকজন।



এর আগে গত ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি এবং জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই দিনে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কমিটিতে সভাপতি করা হয়েছিল রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছিল রাহিদ ইস্তিয়াক সিকদারকে। এদিকে ধার্য সময় সাপেক্ষে মহানগর ছাত্রদল সকল ইউনিট কমিটি ও নিজেদের কমিটি পূর্নাঙ্গ করতে পারলে ও জেলা ছাত্রদল ছিলেন পুরো রূপে ব্যর্থতার প্রমান দিয়েছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন