বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

রাজধানীতে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ
বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর উত্তরায় ‘ছাত্রজনতার’ ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
হাজারো লোকের উপস্থিতিতে মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশগ্রহণ করা ব্যক্তিরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে। তারা আরও বলেন, যেই শেখ হাসিনা মানুষ হত্যা করে, যেই আওয়ামী
লীগ গুম-খুন করে সেই হাসিনা ও আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার
নেই। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বলেও তারা
দাবি করেন।
এর আগে শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় একটি মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানের লেখা ছিল, ঢাকা-১৮ সংসদীয় এলাকা। সেই বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে আওয়ামী লীগ।
সেই মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়।
একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছে বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে দাবি করা হয়।