Logo
Logo
×

রাজনীতি

পুলিশ সদস্যদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলার হুমকি দিলেন ইনু-শাজাহান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

পুলিশ সদস্যদের চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলার হুমকি দিলেন ইনু-শাজাহান

হাসানুল হক ইনু ও শাহজাহান খান

Swapno

এবার পুলিশ সদস্যদের উপর চটেছেন হাসিনা সরকারের প্রভাবশালী দুই সাবেক মন্ত্রী। দিয়েছেন চৌদ্দ গোষ্ঠী খেয়ে ফেলার হুমকি। রবিবার (২০এপ্রিল) সকালে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে সৃষ্ট বাকবিতণ্ডায় এ ধরণের হুমকি প্রদান করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এবং হাসানুল হক ইনু। এসময় পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা।




ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিচারকাজ শুরুর আগে,  প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’ তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন।



এসময় ট্রাইব্যুনালের বিচারক কী হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।



পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেবো। তিনি আরও বলেন, হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের চৌদ্দগোষ্ঠী খেয়ে ফেলবো। হাজতখানায় এসে মিটিং করে তার আবারও পুলিশ সদস্যদের হুমকি দেয়।




কাঠগড়ায় থাকা হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, কামরুল ইসলাম বলেন, না না তারা এসব বলেনি। সব মিথ্যে কথা। এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন, যদি কোনও আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিক খেয়াল রাখতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন