Logo
Logo
×

রাজনীতি

পোস্টারিংয়ের পর আ.লীগের ঝটিকা মিছিল রাজনীতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

পোস্টারিংয়ের পর আ.লীগের ঝটিকা মিছিল রাজনীতি
Swapno


 নারায়ণগঞ্জ জেলায় পতীত আওয়ামীলীগ সরকারের সমর্থকরা কখনো পোস্টার সাঁটিয়ে শেখ হাসিনাতে আস্থা এমন বার্তা প্রচার করছেন আবার ঝটিকা মিছিলে করে জানান দিচ্ছেন শেখ হাসিনা ফিরবে। ২০২৫ সালের জানুয়ারির শেষ দিক থেকেই পোস্টার সাঁটিয়ে আলোচনায় আসার স্ট্যান্ডবাজি হিসেবে ওসমান সমর্থিত আওয়ামীলীগ ছাত্রলীগের আত্মগোপনে থাকা নেতরা নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার সাঁটান। পরবর্তীতে ওসমানদের পোস্টার স্ট্যান্ডবাজিতে বিক্ষুদ্ধ হয়ে বিক্ষিপ্ত জনতা ওসমানদের আদি রাজনৈতিক জন্মস্থল বায়তুল আমান গুড়িয়ে দেন। এদিকে ২০ এপ্রিলে আড়াইহাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাবিবুর রহমান হাবিব মোল্লার নির্দেশে ঝটিকা মিছিল হয়। পরবর্তী  গতকাল ২১ এপ্রিল দেশত্যাগ করা সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের মদদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ অঙ্গসংগঠনের ব্যানারে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার হাইওয়েতে মিছিল করেছে শেখ হাসিনা ফিরছে এমন এমন স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিনে ফতুল্লা শিবু মার্কেট এলাকা থেকে ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশনায় ঝটিকা মিছিলে প্রস্তুতিকালে গ্রেফতার হন যুবলীগ নেতাসহ ৭জন।  



সূত্র বলছে, ২১ এপ্রিল সকাল দিকে কাঁচপুরের ঢাকা-চট্র্রগ্রাম হাঁইওয়েতে ঝটিকা মিছিল করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০-২৫ জনের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মুখ ডেকে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগানে স্লোগানে এই ঝটিকা মিছিলটি করেন মুহুর্তেই এই মিছিলে ভিডিও আওয়ামীলীগ পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হতে থাকে। একটি সূত্র দাবি করে, সাদীপুর ইউনিয়নের নয়াপুর এলাকার আশিক রহমান সরকার নামে এক ছাত্রলীগ নেতা এ ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। নয়াপুর, নয়ামাটি, বেহাকৈর, গনকবাড়ি,সাদীপুর এলাকার ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ কর্মী ওই মিছিলে অংশ নেয়। এদিকে, প্রকাশ্য দিবালোকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ভাইরাল হলে নড়ে-চড়ে বসে উপজেলা বিএনপি ও পুলিশ প্রশাসন। যার কারণে দুপুর থেকেই কছেশ ধাপে মহাসড়কে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিৎ প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা অভিযানে হঠাৎই যেন তৎপর হয়ে ওঠেছে সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁয়ে ঝটিকা মিছিলের পর এক ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে যুবলীগ কর্মীসহ আটক হন ৭জন। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ। যুবলীগ কর্মী আবুল হোসেনের মোবাইল ফোন খুঁজে দেখা যায় তারা ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশনায় আজ ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রি ও বিভিন্ন পেশার পরিচয় দেন। এদিকে ২০ এপ্রিলে আড়াইহাজারে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাবিবুর রহমান হাবিব মোল্লার নির্দেশে ঝটিকা মিছিল হয়।


এরপর থেকেই নারায়ণগঞ্জে একের পর এক ঝটিকা মিছিলে দৃশ্য দেখা যাচ্ছে। এছাড়া আওয়ামীলীগ নেতাকর্মীরা আবারও প্রকাশ্যে ফেরার আস্ফালন দেখাচ্ছে। এরআগেও গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ সরকারী দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে টার্গেট করে ওসমানদের নির্দেশক্রমে তাদের দোসরদের মাধ্যমে শেখ হাসিনাতে আস্থা এমন একটি পোস্টারে শেখ হাসিনা,শামীম ওসমান,অয়ন ওসমান সম্বলিত পোস্টার বিভিন্ন দেয়ালের মধ্যে আচমকা সরকারী দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পোস্টারিংয়ের মধ্য দিয়ে পতিত ওসমান সাম্রাজ্য নবউত্থানের ডাল হিসেবে ব্যবহার করে ফের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। তবে এই পোস্টার সাাঁটানোর নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদের চাচাত ভাই অনিক হাত হয়েছে বলে ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন। তবে এই ঘটানা নিয়ে সকল ছাত্র সংগঠন নিন্দা জানিয়ে প্রশাসনকে পোস্টার সাঁটানো ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। অপরদিকে গত ২৫জানুয়ারি অয়ন ওসমান ফিরবে এমন একটি লিখা স্প্রে মাধ্যমে নারায়ণগঞ্জ নাসিম ওসমান সেতুতে লিখেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং অয়ন ওসমানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এই লেখার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস করেন। এর পরবর্তীতে গতকাল ২৮জানুয়ারি রাতে তোলারাম কলেজের মূল ফটকের সামনে শেখ হাসিনাতে আস্থা এমন পোস্টারে নারায়ণগঞ্জের অপরাধ জগৎতের অন্যতম শীর্ষক আজমেরী ওসমানের ছবি সম্বলিত পোস্টার নারায়ণগঞ্জ তোলারাম কলেজের মূল ফটকের সামনে তিন জন যুবক সিএনজি যোগে এসে দ্রুত পোস্টা সাঁটিয়ে ছবি তুলছেন। তবে এই ছবি নিয়ে আজমেরী ওসমানের সমর্থকরা কোন প্রতিক্রিয়া না দেখালেও তোলারাম কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। আজমীর ওসমানের পোস্টার সাঁটানোর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্তের জন্য কাজ করছেন। তবে হঠাৎ ওসমানদের এই পোস্টার সাঁটানোকে একটি প্রকল্প হিসেবে অখ্যায়িত করে এক বিএনপি নেতা উল্লেখ করেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন