আওয়ামী লীগ ঠেকাতে সোচ্চার হচ্ছে বিএনপি

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

কথিত কিছু বিএনপি নেতাদের আশ্রয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এক গ্রুপ সন্ত্রাসীরা কিছুদিন পূর্বে ‘শেখ হাসিনাতেই আস্থা’ রাতের অন্ধকারে নগরীর অলি-গলিতে পোস্টারিং করে নারায়ণগঞ্জবাসীকে বিভ্রান্ত করার পর দীর্ঘদিন চুপ থাকলে ও আবারো ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে রাজপথে মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ নেতাকর্মীরা নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে মিছিল করছেন। গণঅভ্যুত্থানের পর আড়াইহাজার ও সোনারগাঁয়ে প্রথম মিছিলে দেখা মিলেছে আওয়ামীলীগের নেতাকর্মীদের। একই সাথে গত সোমবার ফতুল্লায় ভোরে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আওয়ামী লীগের এই গুপ্ত রাজনীতিকে পশ্রয় দিচ্ছে বিএনপির কিছু কথিত নেতাকর্মীরা। যাকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ তথা বিএনপিতে থেকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এদিকে বর্তমানে আওয়ামী লীগের এমন কাণ্ডের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধের পথে আওয়ামী লীগে ইতিমধ্যে আওয়ামী লীগকে ৯০ দিনের মধ্যে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর দেওয়া এক স্মারকলিপি প্রদান করেছেন পাঁচটি সংগঠন। তারা হলেন- জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স; অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন; প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি; জাবি, জবি, ঢাবি, ঢাকা কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা এই স্মারকলিপি দেন। যাকে ঘিরে বর্তমানে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পরেছে। তা ছাড়া এদিকে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে মহড়ার বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা।
ইতিমধ্যে ছাত্রদলের নেতাকর্মীরা পাড়ভেজ হত্যা প্রতিবাদে নারায়ণগঞ্জে দফায় দফায় ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লক্ষ্য করা যায়। যেখানে ছাত্রদল নেতারা সর্বদা মাঠে আওয়ামী লীগকে ঠোকাতে থাকবে বলে ও হুঁশিয়ারী দেন। একই সাথে সোনারগাঁও থানা বিএনপি ও অঙ্গসংগঠন, রূপগঞ্জ বিএনপি বর্তমানে সর্বদা মাঠে কাজ করে আসছেন। তা ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নির্দেশে বিভিন্ন মোড়ে মোড়ে বিএনপির নেতাকর্মীরা পাহাড়ায় রয়েছেন। একই সাথে প্রকাশ্যেসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাদের দেখলেই পিট্টি দেওয়ার হুঁিশয়ারীসহ আসছে। তা ছাড়া দ্রুতই বিশাল কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর গত ২৩ জানুয়ারি মধ্যরাতে নারায়ণগঞ্জে প্রথম শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান ও সরকারি দপ্তরের দেয়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার সাঁটানো হয়। পোস্টারে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিখনীতে গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ‘গডফাদার’ খ্যাত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে ইমতিনান ওসমান অয়নের ছবি দেখা যায়। এর তিনদিন পর ২৭ জানুয়ারি সরকারি তোলারাম কলেজের সামনে সাঁটানো হলো আজমেরী ওসমানের পোস্টার। তার পোস্টারে একই ‘শেখ হাসিনাতেই আস্থা’ স্লোগান দেখা যায়। এতে সেই সময় বিএনপির নেতাকর্মীরা তা নিয়ে কোন প্রকারের প্রতিবাদ না করলে এর ফাঁকে গত ২৮ মার্চ রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘জয় বাংলা’স্লোগানে মাস্ক ও কাপড় পরিহিত সমর্থকরা মিছিল বের করে। সেই মিছিলে শোনা যায় বিএনপির কিছু নেতাকর্মীদের যোগসাজস ছিলো। বিএনপির সুযোগেই এক পাঁ দুই পাঁ করে আন্দোলন নিয়ে এগিয়ে যাচ্ছে আসছিলো আওয়ামী লীগ। কিন্তু বর্তমানে দেশের ছাত্র-জনতা ফুঁসে উঠায় বর্তমানে বিভিন্ন দলের সাথে বিএনপি ও আওয়ামী লীগের ঠেকাতে সোচ্চার হচ্ছে।
এদিকে গত (২০ এপ্রিল) কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতে ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে। এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন নেতাকর্মীদের। এই মিছিলটি দেশ জুড়ে আলোচনায় আসলে পরের দিনে সারা দেশের গুপ্ত আওয়ামী লীগের প্রকাশ্যে মহড়া শুরু হয়। যাকে ঘিরে গত ২১ এপ্রিল ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল। ভোরে মহাসড়কে দশ থেকে পনেরো মিনিটের মত মিছিল দিয়ে ভিডিও ধারণ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ভিডিওটি প্রচার করা হয়। মিছিলে "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে" "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। তা ছাড়া গণ-অভ্যুত্থানের পর ফতুল্লার লিংক রোডে মিছিল বের করে ছিলো আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সারাদেশে আওয়ামী লীগের মিছিলের একই দিনে ফতুল্লায় ভোরে আওয়ামী লীগের এক কর্মীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। বর্তমানে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।