Logo
Logo
×

রাজনীতি

৮ মাস ছাত্রদল নেতার তত্ত্বাবধায়নে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

৮ মাস ছাত্রদল নেতার তত্ত্বাবধায়নে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

৮ মাস ছাত্রদল নেতার তত্ত্বাবধায়নে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

Swapno

বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ।


বুধবার (২৩ এপ্রিল) ১১টায় বন্দরের মদনপুরের মাস্টার বাড়ির ছাত্রদল নেতার ক্লাব থেকে ওই যুবলীগ নেতাকে আটক করা হয়।  গ্রেপ্তারকৃত জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে। 


এদিকে এলাকাবাসীর তথ্য অনুসারে জানা গেছে, প্রায় ৮ মাস যাবৎ বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন ও তার চাচা সাবেক যুবদল নেতা মনিরুল ইসলাম মনুর তত্ত্বাবধায়নে বন্দরের মদনপুর ইউনিয়নের মাস্টার বাড়ী নামক এলাকায় আত্মগোপনে ছিলেন। তা ছাড়া আরো জানা গেছে, গত (২১ এপ্রিল) সোনারগাঁয়ের কাচঁপুরে হওয়া আওয়ামী লীগের মিছিলের অর্থের যোগানদাতা ছিলেন এই জায়েদ। 


এ বিষয়ে ধামগড় ফাঁড়ি ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান যে, আমরা অর্ধতন কর্মকর্তাদের নির্দেশ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে জাহেদকে আটক করেছি। মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে ছাত্রদলের সভাপতি আল-আমিনের অফিসে ভেতর থেকে তাকে আমরা আটক করে থানায় সোপর্দ করেছি। এ ব্যাপারে ওসি সাহেব ভাল তথ্য দিতে পারবেন।


বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারকে একটি ক্লাব ঘর থেকে আটক করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সে ওই ক্লাব ঘরের পাশের বাসাতেই থাকতো। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শিগগিরই তাকে ওই থানায় পাঠানো হবে।

এ ব্যাপারে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, আমি ব্যাপারে আমি কিছুই জানি না।  আমার বিরোধী পক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন