মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২০ কিলোমিটার যানজট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৯ ডিসেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০৯:৪০ এএম, ১৪ মে ২০১৮ সোমবার

স্টাফ রিপোর্টার (যুগেন চিন্তা ২৪ ডটকম) : ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২০ কিলোমিটারব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোরে মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর যান চলাচল বন্ধ হয়ে যানজট যায়।

 

যানজটে পঞ্চবটি হতে মুক্তারপুর, পঞ্চবটি হতে পোস্তাগোলা ও পঞ্চবটি হতে চাষাড়া পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েন কর্মস্থল ও গন্তব্যস্থানে যাওয়া মানুষজন। যানজটের কারণে তারা পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন। চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে বিভিন্ন পরিবহনের চালকদের। রাস্তায় আটকে রয়েছে শতশত যানবাহন । শুক্রবার বেলা ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, যানজটে শতশত যাত্রীবাহী ও ভারী যানবাহন আটকে আছে।

 

নজটে আটকে থাকা ট্রাক চালক সিদ্দিক বলেন, ভোর ৪টার সময় পঞ্চবটি এসে আটকা পড়েছেন। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কাজ করতেও দেখা যাচ্ছে না। কখন এ যানজট নিরসন হবে এর কোনো নিশ্চয়তা নেই। এদিকে, যানজট নিরসনের বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) শরফুদ্দিন জানান, বিকল হয়ে যাওয়া গাড়িটি সরাতে পারলেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। রেকার পাঠানো হয়েছে। ২/৩টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।