ঈদী দিয়ে চকলেট কিনে খেতাম : অয়ন ওসমান
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:১২ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০২:১১ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান। ঈদের পরিবারের সকলকে নিয়ে একসাথে উদযাপন করতে ভালোবাসেন অয়ন ওসমান। যুগের চিন্তা ২৪’র ঈদ আড্ডায় অয়ন ওসমান জানান, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের নামাযের জন্য প্রস্তুতি নেই।
তারপর বাবার সাথে একসাথে ঈদের নামায আদায় করতে যাই। ঈদের নামায আদায়ের পর বাবার সাথে কোলাকোলি করি। ঈদে পরিবারের সবাইকে সময় দিতে খুব ভালো লাগে। ঈদে আত্মীয় স্বজন, বন্ধুরা, প্রতিবেশীরা বাসায় আসেন তাদের সাথে কথাবার্তা বলে সময় কেটে যায়। ঈদের দিন আমার পছন্দের খাবার গরুর মাংসের ঝোল দিয়ে লুচি। তবে সেমাই, পায়েস খেতেও মজা লাগে । সত্যিকার অর্থে সাদামাটাভাবে সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ভালো লাগে। ঈদ সালামী বা ঈদী নিয়ে অয়ন ওসমান জানান, ছোটবেলায় ঈদের সালামী নিতে আমার খুব ভালো লাগতো। বাবা-মা, বড় চাচারা ছিলেন আমার ঈদী নেয়ার পছন্দের তালিকার শীর্ষে।
ঈদী দিয়ে চকলেট কিনে খেতাম। তবে এখন ঈদী নেয়ার চেয়ে ছোটদের ঈদী দিতে খুব ভালো লাগে বলে জানান অয়ন ওসমান। ফুটবল বিশ্বকাপে পর্তুগালের সমর্থক অয়ন ওসমান। তবে দ্বিতীয় পছন্দের তালিকায় ব্রাজিল। ফুটবল বিশ্বকাপ নিয়ে বাসায় কোন খুনসুটি হয় না বলে জানান অয়ন ওসমান। পরিবার ছাড়া কোথাও এখনো ঈদ আনন্দ উদযাপন করতে হয় নি জানিয়ে অয়ন ওসমান জানান, যেখানেই থাকি না কেন ঈদে পরিবারের সকলকে নিয়েই ঈদের আনন্দ ভাগাভাগি করি। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে অয়ন ওসমান বলেন, ঈদ হোক প্রতিটি মানুষের জন্য আনন্দের। ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ঈদের আনন্দ বয়ে যাক এ প্রত্যাশা করি। আমার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।