বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

সকলের সাথে ঈদ উদযাপন করার মজাই আলাদা : আসাদুজ্জামান

যুগের চিন্তা

প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৪:৩১ পিএম, ১৩ জুন ২০১৮ বুধবার

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন মো.আসাদুজ্জামান। আগে ঈদে বন্ধু-বান্ধবদের নিয়ে ব্যস্ত সময় কাটতো তবে এখন দায়িত্ব পালনের কারণে সে রকমটা হয়ে ওঠে না বলে জানান তিনি। যুগের চিন্তা ২৪’র ঈদ আড্ডায় ঈদ উদযাপন প্রসঙ্গে মো.আসাদুজ্জামান জানান, এবার ঈদের দিন তো বাড়িতে যেতে পারবো না।

 

নারায়ণগঞ্জেই এবারের ঈদ কাটবে। এখানেই সবার সাথে এবারের ঈদ উদযাপন করতে হবে। সকালে নামায আদায় করবো। সবার সাথে দেখা করবো। ঈদের দিন মিষ্টি জাতীয় খাবার আমার পছন্দ। পাশাপাশি গরুর মাংস, খিচুড়ি, সাদা ভাত, ভর্তা জাতীয় খাবার খেতে ভালো লাগে। ঈদের সালামী বা ঈদী প্রসঙ্গে মো.আসাদুজ্জামন জানান, ঈদে আব্বা আম্মা, ভাই- বোন থেকে ঈদের বখশিস নিতাম। ঈদী নেয়াটা খুব মজার ছিলো। এখন তো ছোটদের ঈদী দিতেই ভালো লাগে। সবার সাথে দেখা সাক্ষাৎের মাধ্যমেই এবারের ঈদ কাটবে জানিয়ে মো.আসাদুজ্জামান বলেন, ছোটবেলার মতো তো আর এখন ঈদ আনন্দ নেই। এখন বাচ্চাদের ঈদের আনন্দই আমাদের ঈদ আনন্দ। ঈদে ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। আগে তো এতো ব্যস্ততা ছিলাম না। বন্ধু-বান্ধবদের নিয়ে ব্যস্ত সময় কাটতো। এখন নারায়ণগঞ্জে আমার সহকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার সাথে দেখা সাক্ষাৎের মাধ্যমেই এবারের ঈদ কাটবে। ফুটবলে মো.আসাদুজ্জামান ইটালির সমর্থক ।

 

তিনি জানান, ইটালির খেলা আমার ভালো লাগে কিন্তু এবারের বিশ্বকাপে ইটালি যেতে পারে নাই। তারপরেও এখন জার্মানীর খেলা আমার কাছে ভালো লাগে। আমার স্ত্রী আর্জেন্টিনার সমর্থক। এছাড়া বাসার বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থক। তো বাসায় এগুলো নিয়ে আসলে মজা হয়। পরিবার ছাড়া ঈদ উদযাপন প্রসঙ্গে এডিএম আসাদুজ্জামান বলেন, আমি যখন এসিল্যান্ড হিসেবে কুমিল্লা ও ময়মনসিংহে ছিলাম তখন পরিবারের সকলের সাথে একসঙ্গে ঈদ করা হয় নি। তখন আমার স্ত্রী অবশ্য সাথে ছিলো। তারপরেও সকলের সাথে ঈদ করার মজাই আলাদা। ঈদুল ফিতরের আনন্দে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান।