জলাবদ্ধ ধামগড় ইউনিয়ন পরিষদ, ভোগান্তির শেষ নেই
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:০৩ পিএম, ২০ মে ২০১৮ রোববার | আপডেট: ০৩:০৫ পিএম, ২০ মে ২০১৮ রোববার
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বর্ষা মৌসুম এলেই হাঁটু পানিতে তলিয়ে জলাবদ্ধ হয়ে পড়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ। সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘ দিন ধরেই হাঁটু পানি মাড়িয়েই কার্যক্রম পরিচালনা করছে পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। ইউনিয়ন পরিষদটির কমপ্লেক্স ভবন নির্মাণের বিষয়টি এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি ও জন সাধারণের যুগ-যুগান্তরের দাবি হওয়া স্বত্ত্বেও ধামগড় ইউনিয়নবাসীর দুর্দশা লাঘবে কারো কোন গুরুত্ব নেই বললেই চলে।
ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ব্যাপারে ইতোপূর্বে অনেকেই আশ^াস দিলেও তা আশ^াস পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। যে কারণে যুগ যুগ ধরেই সীমাহীণ দুর্ভোগ আর ভোগান্তির মধ্য দিয়েই ধামগড় ইউনিয়নবাসীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নয়ামাটি ভাংতি গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রব মিয়া জানান,ধামগড় ইউনিয়ন প্রাঙ্গণে বহু বছর ধরেই কৃত্তিম বন্যা হয়ে থাকে। জনপ্রতিনিধি আর সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই। স্বাধীনতার পর এটি নির্মাণ হয় সেই থেকে অদ্যাবধি তা পূণঃনির্মাণের কোন উদ্যোগ নেয়া হয়নি। যার দরুন ধামগড় ইউনিয়নবাসীর দুর্দশা এখনো ঘুচছেনা। ইউনিয়নবাসী এ অবস্থা হতে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।