বিয়ে করেছেন হ্যারি পটারের সেই বাংলাদেশি অভিনেত্রী (ছবি সহ)
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:১৬ পিএম, ২৭ আগস্ট ২০১৮ সোমবার
বিনোদন ডেস্ক (যুগের চিন্তা ২৪) : দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেয়েছে ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলো। সিরিজের প্রতিটি ছবিই বাজিমাত করেছে বক্স অফিসে। এই ছবিগুলোর হাত ধরে হলিউড পেয়েছে এমা ওয়াটসন, ড্যানিয়েল ক্লেগের মতো তারকাদের।
তাদের সঙ্গে ছিলেন একজন বাংলাদেশি অভিনেত্রীও। ২৯ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি এই অভিনেত্রীর নাম আফসান আজাদ। ‘হ্যারি পটার’ সিরিজের পাঁচটি চলচ্চিত্রে ‘পদ্মা পাতিল’ চরিত্রে দেখা গেছে তাকে।
জানা গেল, সম্প্রতি এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক নাবিল কাজীকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন। নাবিল নিজেও বাংলাদেশি বংশোদ্ভূত।
আফসান ও নাবিলের বিয়ের আনুষ্ঠানিকতা ১৯ আগস্ট বাংলাদেশি রীতিতে সম্পন্ন হয়। দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে আফসান লেখেন, এক বছরের দীর্ঘ পরিকল্পনার পর বিয়েটি অবশেষে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চেয়েছেন এই নব দম্পতি।
বিয়ের অনুষ্ঠানে কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন আফসান-নাবিল। সেখানে এসেছিলেন হ্যারি পটার সিরিজের অনেক অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীরাও।