রোববার   ২২ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইনজীবীদের সাথে অয়ন ওসমান

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আদালত পাড়ায় আইনজীবীদের সাথে বুধবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ পুত্র অয়ন ওসমান সৌজন্য স্বাক্ষাত করেছেন।  এ সময় তিনি আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদাউস জুয়েল আইনজীবীদের বসার স্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন। পরে তিনি আদালত পাড়া মসজিদ সংলগ্ন স্থানে  আইনজীবীদের বসার স্থান প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এবং আইনজীবীদের সাময়িক সমস্যা লাগবে সমাধানের আশ্বাস দেন। 

এসময় আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদাউস জুয়েল, সাধারন সম্পাদক এডভোকেট মোহসীন মিয়া, এডভোকেট সুইটি ইয়াসমিন, এডভোকেট সালাউদ্দিন সুইট, এডভোকেট মিজান প্রমূখ। এছাড়া জেলা ছাএলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, জেলা ছাএলীগ নেতা সোহেল সহ ছাএলীগের সকল নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।