সৌদি যুবরাজের সঙ্গে মোদির বৈঠক
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক (যুগের চিন্তা ২৪) : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে গতকাল বৃহুস্পতিবার তাদের এ বৈঠক হয় বলে জানানো হয়। খবর রয়টার্সের।
বৈঠক দুই দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামরিক শক্তি বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা আলোচনা করেন।
সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক পর টুইট করেন মোদী। টুইটে তিনি সালমানের সঙ্গে আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর জি-২০ সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং য়ের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়।