সাইনবোর্ডে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ৩ পতিতাসহ আটক ১০
যুগের চিন্তা
প্রকাশিত : ১১:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার শাপলা আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে থানা পুলিশ। এসময় অসামাজিক কার্যকালাপের জন্য ৩ পতিতা শাহনাজ আক্তার শান্তা (২২), সুমি আক্তার (২০), ইভা (১৮) সহ ১০ জনকে আটক করা হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই-২) সাজ্জাদ রোমন।
তিনি বলেন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ অন্যায়, অসামাজিক কার্যকালাপ এবং জুয়া মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেবেন নারায়ণগঞ্জবাসীকে। ইতিমধ্যেই তিনি মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন। পুলিশ সুপারের নির্দেশনায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।