বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৪ ১৪৩১   ১৬ জমাদিউস সানি ১৪৪৬

ডিসবাবুকে গ্রেপ্তারের পর এসপি কার্যালয়ে শামীম ওসমান (ভিডিও)

যুগের চিন্তা

প্রকাশিত : ১২:৩৯ এএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার

বিশেষ প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : চাঁদাবাজির মামলায় আলোচিত কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিসবাবুকে গ্রেপ্তারের খবর শুনে পুলিশ সুপারের কার্যালয়ে ছুটে যান প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। তিনি সরাসরি পুলিশ সুপার হারুন অর রশীদের সাথে দেখা করেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্র জানিয়েছে, এসময় শামীম ওসমান ডিসবাবুকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার কারণ জানতে চান। 

জবাবে পুলিশ সুপার বলেন, ডিসবাবুকে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক চোরকারবারেরও অভিযোগ রয়েছে। 
বিভিন্ন সময় ডিসবাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ভুক্তভোগীরা পুলিশকে জানিয়েছে। 

এসময় শামীম ওসমান পুলিশ সুপারকে ডিসবাবুকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। জবাবে পুলিশ সুপার বলেন, সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই। আপনারা আদালতে গিয়ে তাঁর জামিনের ব্যবস্থা করুন। 

সূত্র জানিয়েছে, এসময় শামীম ওসমান অনেকটাই নীরবে পুলিশ সুপারের কক্ষ থেকে বেরিয়ে যান।