শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পশ্চিমবঙ্গে ফের মমতাই সরকার গঠন করছেন

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ভোট গণনার প্রাথমিক ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি’র নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়েঅ। কিন্তু পশ্চিম বঙ্গে ঠিকই নিজের হাতের মুঠোয় রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

 

তার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস প্রাথমিক হিসেবে অন্যান্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৪২টি লোকসভা আসনের সবগুলোরই প্রাথমিক ফলাফল এরই মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮।


তারা জানিয়েছে, প্রাথমিক ফলাফল অনুযায়ী মোট ৪২ আসনের ২৫টি নিশ্চিত করেছে তৃণমূল, ১৫টিতে বিজেপি ও অবশিষ্ট দু’টিতে কংগ্রেস। ভারতের ৫৪২টি আসনের প্রাথমিক ভোট গণনা শেষে আজই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।