মা ও শ্বাশুড়ির কাছ থেকে ১৫০০ টাকা ঈদ সালামি পাই : পিপি খোকন
যুগের চিন্তা
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): সময়ের সাথে সাথে আমাদের অনুভূতিরও অনেক পরিবর্তন হয়েছে, তবে এখন ঈদের আনন্দটা অন্যরকম। সারাবছর পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেভাবে একসাথে এক হওয়া হয় না। কিন্তু ঈদ আসলে পরিবার, বন্ধু-বান্ধবদের সাথে একসাথে হওয়া যায়। এটাতেও এক অন্যরকম আনন্দ অনুভূত হয়। ঈদুল ফিতর উদযাপনের নানা বিষয় জানিয়ে যুগের চিন্তা ২৪’কে দেয়া এক সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ওয়াজেদ আলী খোকন। সাক্ষাৎকারটি নিয়েছেন সেলিম চৌধুরী।
ঈদ উদযাপন প্রস্তুতি প্রসঙ্গে জানান, প্রতিবারের মত এবারো পরিবারের সাথেই ঈদ কাটাবো। তাছাড়া আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কাছে যারা আছে তাদেরকে সময় দেয়া হবে। ঈদ কেনাকাটা ব্যাপারে আমার অর্ধাঙ্গিনী পুরো দায়িত্ব নিয়ে নেয়, সেই ধারাবাহিকতায় কেনাকাটা শেষ। তাছাড়া অনেক গিফট পাই আত্মীয়দের কাছ থেকে। যথানিয়মে যাকাত ফেতরা প্রদানও হয়ে গেছে। ঈদের দিন ছয়বোন তাদের স্বামী,বাচ্চাদের নিয়ে যখন আমার বাসায় আসেন তখন বাসায় অন্য রকম আবহ সৃষ্টি হয়, পরিবারের অভিভাবক হিসাবে আমি যথেষ্ট সহানুভূতির সাথে ছোট বড় সকলের সাথে আন্তরিক আচরণই করি। সবার উপস্থিতিতে ঈদ হয়ে উঠে মজার ও প্রাণবন্ত।
ঈদের সারাদিনের দিন খুবই ব্যস্ততার মধ্য দিয়ে যায় বলে জানান তিনি। ওয়াজেদ আলী খোকন বলেন, সকালে ঘুম থেকে উঠে গোসলের পর্ব শেষ করে নতুন জামাকাপড় পরিধান করে পচাশি বছর পেরিয়ে যাওয়া আমার মাকে সালাম করে নারায়ণগঞ্জ জাতীয় ঈদগাঁহ ময়দানে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু হবে ঈদের দিনের প্রস্তুতি।
ঈদ সালামি নিয়ে পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, নামাজ আদায়ের আগে মাকে সালাম করতে গেলেই মা আমাকে পাঁচশত টাকা বকশিস দেন । আবার নামাজ শেষে ফিরতি পথে শাশুরিকে সালাম করতে গেলেই একটা হাজার টাকা পাই। ঈদের দিন বাসায় বেড়াতে আসা অসংখ্য ভাগ্নে-ভাগ্নি ও আত্মীয় স্বজনকে নতুন টাকা দিয়ে ঈদ বখশিস দেই।
শুভানুধ্যায়ী সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, সবশেষে গরীব-দুঃস্থ, সকল দলের নেতাকর্মী, নারায়ণগঞ্জবাসীসহ সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, শান্তিতে কাটুক এই কামনা করি।