শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪   পৌষ ৭ ১৪৩১   ২০ জমাদিউস সানি ১৪৪৬

গার্ড অব অনার নিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন জসিম উদ্দিন

যুগের চিন্তা

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২৩ জুন ২০১৯ রোববার

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪):  গার্ড অব অনার নিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জে যোগ দিয়েছেন মো.জসিম উদ্দিন।

 

রোববার (২৩ জুন) বিকেলে আদালত পাড়া এলাকায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় সাবেক জেলা প্রশাসক রাব্বী মিয়া উপস্থিত ছিলেন।  আজই প্রাক্তন জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ মো. জসিম উদ্দিন এরআগে পাবনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৮ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হন মো.জসিম উদ্দিন। এছাড়াও তার সময়ে ওই বিভাগের আরও ৪টি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে পাবনা জেলা। 

 

২০১৭ সালের ২৪ ডিসেম্বর পাবনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. জসিম উদ্দিন। সেখানে নিয়োগ পেয়ে তিনি পাবনা জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ কাব ও স্কাউট নিশ্চিত করেছেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কর্নার বাস্তবায়ন করেছেন তিনি।

 

এদিকে প্রাক্তন হয়ে যাওয়া জেলা প্রশাসক রাব্বী মিয়া যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।