শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারায়ণগঞ্জের দুই সাংবাদিক

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:১৯ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রোববার

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু  ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দু’জনেই চিকিৎসকের পরামর্শে নিজ নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।


জানা যায়, হঠাৎ জ্বর অনুভূত হলে  আমির হুসাইন স্মিথ ডাক্তারের শরণাপন্ন হয়। পরে ডেঙ্গু পরীক্ষা করালে শনিবার (১৭ আগস্ট) ডেঙ্গু পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।


অন্যদিকে গত শুক্রবার সকালে সাংবাদিক এমএ খান মিঠু’র হঠাৎ জ্বর অনুভব করে। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে তার পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত উভয় সাংবাদিকের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তাদের পরিবার।