বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪   পৌষ ৪ ১৪৩১   ১৬ জমাদিউস সানি ১৪৪৬

সমাবেশ করার অনুমতি চায়নি শামীম ওসমান

যুগের চিন্তা

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শনিবার ৭ সেপ্টেম্বর চাষাঢ়ায় যে সমাবেশের ঘোষণা দিয়েছেন শামীম ওসমান। সেজন্য কোন প্রশাসনিক দপ্তরে আবেদন করেননি তিনি কিংবা তার পক্ষে কেউ। 


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) এএফএম এহতেশামূল হক বলেন, বৃহস্পতিবার বুধবার পর্যন্ত এধরণের কোন আবেদনপত্র জমা পড়েছে বলে আমার জানা নেই। পরে জমা পড়েছে কিনা সেটি বলতে পারছিনা।


বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক জসিম উদ্দিন মুঠোফোনে বলেন, চাষাঢ়ায় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে এমন কোন আবেদনপত্র আমি হাতে পাইনি।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার কর্মদিবসের মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে এমন কোন আবেদন করেননি কেউ। 
 পুলিশ সুপারের কার্যালয়েও এইপর্যন্ত এমন কোন আবেদনপত্র আসেনি বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমন। তিনি বলেন, এমন কোন আবেদনপত্র আমাদের কাছে আসেনি।