এশিয়ান টেলিভিশনে নিয়োগ পেলেন হাবিবুর রহমান
যুগের চিন্তা
প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের সদর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান। রোববার (১৫ সেপ্টেম্বর) হাবিবুর রহমানকে এশিয়ান টেলিভিশনের মানবসম্পদ বিভাগ থেকে নিয়োগের প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।
হাবিবুর রহমান বলেন, এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আমাকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও সদর থানার সকল সংবাদ কাভারের দায়িত্ব দেয়া হয়েছে। এব্যাপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
ইতিপূর্বে সাংবাদিক হাবিবুর রহমান দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের সময় ডটকম এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।