শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চ্যানেল আই`তে গুপ্তধন এবং একজন বৃদ্ধ

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : জীবনের একঘেয়েমি কিংবা ক্লান্তিকর মুহূর্তগুলোকে আড়াল করতেই একটি চ্যানেল থেকে আর একটি চ্যানেলেই যেন চলে যান বহু মানুষ। তাদের চাহিদা হলো ভালো কিছু নাটক, টেলিফিল্ম এবং সিনেমা দেখে মনের খোরাক মেটানো। ভাল গল্পের আকালের দিনেই চাহিদা পূরণ না হওয়াটাই তো স্বাভাবিক। 


তাই তো অন্য রকম মজার গল্প নিয়েই হাজির হচ্ছেন নাট্যকার ও পরিচালক শিমুল সরকার। ভাল গল্পের আকালের যুগেই একটা অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন। বলা যায় যে, চ্যানেল আই'তে এটি ভাল গল্পেরই একটি টেলিফিল্ম। প্রচার হবে আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৩ টায়। পরিচালক শিমুল সরকারের নিজের লেখা এবং পরিচালিত টেলিফিল্ম ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’। 


শিমুল সরকার জানান, টেলিভিশন মিডিয়ায় ১৪ বছরের পথ চলায় এটাই দ্বিতীয় বারের মত আমার নিজের অভিনয় করা একটি মজার টেলিফিল্ম। 

 

বলা দরকার, টেলিফিল্মে গতানুগতিক কমেডি ধাঁচের বাইরে এসে খুব অসাধারণ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। তাঁর পাশা পাশিই আছেন লিজেন্ড অভিনেতা ফজলুর রহমান বাবু। আরও আছে তাঁর কাছের কিছু মানুষ। বাকিটা দর্শকের উপর তিনি ছেড়ে দিয়েছেন।

 
ভাল-মন্দ মতামত জানালে সকলের কাছে কৃতজ্ঞ থাকবেন বলেও জানিয়েছেন নাট্যকার ও পরিচালক শিমুল সরকার।