শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪   পৌষ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চিকিৎসার জন্য সাংবাদিক নয়নের ভারত গমন

যুগের চিন্তা

প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার

যুগের চিন্তা ২৪ : নয়নের  চোখে বেদনার অশ্রু। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ পিতা চিকিৎসার জন্য যাচ্ছেন প্রতিবেশী দেশ ভারতে। মনে আশঙ্কা-চিকিৎসা শেষে প্রিয়জনের কাছে ফিরতে পারবেনতো।বিদায় বেলায় একমাত্র শিশুপুত্রকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কান্নায় ভেঙ্গে পড়লেন অসুস্থ ফটোসাংবাদিক মেহেদী হাসান নয়ন। 

 

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ত্রী পুত্র স্বজন ও সতীর্থদের কাছ থেকে বিদায় নেন নয়ন। এ সময় নয়ন ও তাঁর শিশুপুত্রের আবেগঘন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি উপস্থিত আনেকেই। 

 

মেহেদী হাসান নয়ন নারায়ণগঞ্জের একজন পেশাদার ও প্রতিশ্রুতিশীল ফটোসাংবাদিক। সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই তাঁর সময় কেটেছে। কিন্তু কখন শরীরে বাসা বেধেছে মরণব্যাধি ক্যান্সার তা টের পাননি। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্যান্সার ধরা পড়ে। 

 

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে নয়নের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে। তিনি এই সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক। নয়ন মাঝখানে ‘টাইমস নারায়ণগঞ্জ’ নামে একটি অনলাইন পোর্টাল চালু করে স্থানীয় গণমাধ্যমে সাড়া ফেলেছিল।