বিটিভি’র জন্মদিন আজ
যুগের চিন্তা
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯ বুধবার
বিনোদন রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : আজ ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) ৫৬তম জন্মবার্ষিকী। ১৯৬৪ সালের এদিনে পথচলার যাত্রা শুরু হয়েছিল দেশের এই সরকারি টিভি চ্যানেলটির।
জন্মদিন উপলক্ষে বিটিভিতে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এর মধ্যে ‘কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি’ শিরোনামের একটি টকশোতে উপস্থিত থাকবেন মুস্তাফা মনোয়ার, মামুনুর রশীদ, আফজাল হোসেন, সুর্বণা মুস্তাফা।
তাদের গল্পে উঠে আসবে বিটিভির পুরনো দিনের কথা। এ ছাড়া সকালে সঙ্গীত পরিবেশন করবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।
বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা বিটিভির নানা সময়ের সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন। এখানে অতিথি আপ্যায়নে ছিল পিঠা-পুলির আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী। অনুষ্ঠানটি সকাল ৭.৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন।