ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নামবে আজ
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : সোমবার দুপুর থেকেই আকশে মেঘের আনাগোনা। দেশের বিভিন্ন জায়গায় এরইমধ্যে বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
হটাৎ বৃষ্টি দেখে জনমনে প্রশ্ন, বৃষ্টি কি শীত নিয়ে আসছে? আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি হবে, তবে শীত না বাড়ার সম্ভাবনাই বেশি। বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায়; সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় ১ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ৩ মিলিমিটার।