করোনাভাইরাসের আতুর ঘরে বিয়ের ধুম!
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:১৮ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের জন্মস্থান চীনের উহান শহরে বিয়ের ধুম পড়েছে। টানা ৬০ দিন লকডাউন থাকার পর গতকাল বুধবার সেটা প্রত্যাহার করে নেয় চীন সরকার।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছেন, দুই মাস লকডাউন কাটার পর চীনের উহানে যেসব জুটি বেঁচে গেছেন তারা বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন। বিয়ে করে তারা তাদের নতুন জীবকে উদযাপন করছেন।
হুবেই প্রদেশের উহানে সরকারি কর্তৃপক্ষ গত শুক্রবার থেকে বিয়ের রেজিষ্ট্রেশন পুনরায় চালু করে। কিন্তু টানা ৬০ দিন অবরুদ্ধ থাকায় বিয়ের কাজটা সারতে পারছিলেন না অনেকে। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গতকাল বুধবার (৮ এপ্রিল) লকডাউন প্রত্যাহার হলে অনেকেই বিয়ে করতে শুরু করেছেন।