টানা দ্বিতীয়বার কম বয়সি বিলিয়নিয়ার কাইলি
যুগের চিন্তা
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
বিনোদন ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো নিজ আয়ে সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ার হওয়ার খেতাব জিতলেন মার্কিন টেলিভিশন মডেল, উদ্যোক্তা কাইলি জেনার।
ফোর্বস সম্প্রতি বিশ্বের বিলিয়নিয়রদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ২ হাজার ৯৫জন বিলিয়নিয়রের মধ্যে একজন ২২ বছর বয়সি কাইলি। মার্ক জুকারবার্গকে পিছনে ফেলে নিজ আয়ে সবচেয়ে কম বয়সি বিলিয়নিয়ারও এই মার্কিন মডেল।
গত বছরেও এই তালিকায় প্রথম স্থানে নাম লেখান কাইলি। এই সফলতার পিছনে অবদান কাইলির কসমেটিকস ব্র্যান্ডের। নভেম্বরে তার কসমেটিকস ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার ৬০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে কোটি ইনকরপোরেশনের কাছে বিক্রি করেন। ১.২ বিলিয়ন মার্কিন ডলার বাকি ৪০ শতাংশ দিয়েই চলতি বছর জানুয়ারি পর্যন্ত তার সম্পদের মূল্য। ২০১৪ সালে কাইলি তার কসমেটিকস ব্র্যান্ড শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কাইলির রয়েছে অসংখ্য অনুসারী সেখানেই মার্কেটিংয়ের কাজটি করতেন। অনলাইন শপের মাধ্যমে কাইলি তার কসমেটিকস ব্র্যান্ডের পণ্য বিক্রি করতেন।