ভারতের লকডাউন আরও ১৪ দিন বাড়লো
যুগের চিন্তা
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
আন্তর্জাতিক ডেস্ক: তের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নরেন্দ্র মোদির কাছে লকডাউনের সময় বাড়ানোর আবেদন করেন৷ সেই আহ্বানে সাড়া দিয়েই কেন্দ্রীয় সরকার লকডাউন সময় দু'সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়৷ উড়িষ্যা ও পাঞ্জাব অবশ্য আগেই লকডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল৷
আগের নিয়ম অনুযায়ীই লকডাউনের সময় জরুরি পরিসেবা ও নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দোকান ছাড়া আর সবকিছু বন্ধ থাকার কথা রয়েছে৷ দেশের অভ্যন্তরীণ বিমান ও রেল বন্ধ রয়েছে৷ অতি-প্রয়োজনীয় দপ্তর ছাড়া বাকি সব প্রতিষ্ঠানের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে৷
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪ মার্চ তিন সপ্তাহের লকডাউন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার৷ সে সময় জাতির উদ্দেশে ভাষণে মোদি বলেছিলেন, করোনার সঙ্গে লড়াই করতে হলে লকডাউনের বিকল্প নেই৷হিসেব অনুযায়ী, ১৪ এপ্রিল লকডাউনের সময় শেষ হবার কথা৷