শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

 সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:১০ এএম, ১২ এপ্রিল ২০২০ রোববার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি আরবে কারফিউ চলবে বলে ঘোষণা দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।  
দেশটির  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, রাজ্যের সব শহর, গভর্নরেট ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে। সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছেন ৫২ জন।
এর আগে সৌদি বাদশাহ গত ২৩ মার্চ থেকে ২১ দিনের কারফিউ জারির ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে।
তবে গত সপ্তাহে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় রিয়াদ ও অন্যান্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে