শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবিলা নুরকে বাংলাদেশ চেনালেন অস্কার জয়ী লেটো

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:২৮ পিএম, ১২ এপ্রিল ২০২০ রোববার

বিনোদন ডেস্ক: সম্প্রতি ইনস্টাগ্রামে জ্যারেডের সঙ্গে লাইভ আড্ডার সুযোগ পেয়েছিলেন সাবিলা। তাদের কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সাবিলাকে অনেকটা অপ্রস্তুত দেখা যায়। শুধু তাই নয়, নিজের দেশকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি সাবিলা এমন অভিযোগে তাকে নিয়ে চলছে জোর বিতর্ক।
ভিডিওতে লেটোকে বাংলাদেশ চেনাতে গিয়ে উল্টো তার কাছে ধরাশায়ী হয়েছেন সাবিলা। নিজ দেশকে ছোট করে দেখলেও এই মার্কিন তারকা উচ্ছ্বাসের সঙ্গে সাবিলাকে বাংলাদেশের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
লাইভের শুরুতে লেটো জানতে চান, কোথায় থেকে যুক্ত হয়েছেন সাবিলা। উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশ’। কিছুটা সময় নিয়ে আবার বলেন, ‘তুমি সম্ভবত বাংলাদেশের নাম শোনোনি? রাইট?’ উত্তরে লেটো বলেন, ‘ও বাংলাদেশ! তুমি কি মনে করো আমি স্টুপিড!’ কিছুটা উচ্ছ্বাস নিয়ে সাবিলা আবারো জানতে চান, ‘তুমি সত্যিই চেন?’ লেটো বলেন, ‘অবশ্যই, বাংলাদেশকে সবাই চেনেন।’ এমন উত্তরে কিছুটা দ্বিধায় পড়তে দেখা যায় সাবিলাকে। এরপর সাবিলাকে আশ্বস্ত করতে লেটো বলেন, ‘বাংলাদেশ একটি জায়ান্ট দেশ।’ জবাবে সাবিলা খুশি না হয়ে বরং তাকে বোঝাতে শুরু করেন, বাংলাদেশ জায়ান্ট দেশ নয়। অনেকে মনে করেন, এটি ভারতের একটি অংশ। যা ঠিক নয়।
এবার অনেকটা বিরক্তি নিয়ে এই মার্কিন তারকা বলেন, ‘বাংলাদেশকে খুব ভালো করেই চিনি, এটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ যথেষ্ট বড় একটি দেশ। আয়ারল্যান্ড, বার্মা, ভুটানের চেয়ে বড় দেশ। এটা ঠিক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মিল আছে। তোমাদের ওখানে ডাল, নানরুটি পাওয়া যায়!’
এরপর এই পশ্চিমা তারকা ভিডিও আড্ডা থেকে সাবিলাকে বিদায় জানান। সেই ভিডিও দেখেছেন লাখ লাখ দর্শক।
জ্যারেড লেটো ২০১৩ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ সিনেমার জন্য অস্কার জয় করেন। এই সিনেমায় লিঙ্গ পরিবর্তনকারী নারীর চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান তিনি। এছাড়াও তিনি গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।