করোনার দু’টি ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দিল চীন
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের দু’টি ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে মানুষের শরীরে প্রয়োগ করে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে চীন। শিনহুয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এবার আশার আলো দেখাচ্ছে চীনের দুটি ভ্যাকসিন। এরই মধ্য করোনার প্রতিষেধক হিসেবে দু’টি ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে মানুষের শরীরের প্রয়োগ করে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে চীন।
তার একটি তৈরি করছে নাসডাকের তালিকাভুক্ত সংক্রমণ বিষয়ক রোগ সারানোর ভ্যাকসিন তৈরির বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক। অন্যটি তৈরি করছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্ট। এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের সবুজ সঙ্কেত দেয় চীন। সেই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনী পরিচালিত চায়নাস অ্যাকাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস। সূত্র: ফ্রান্স২৪ডটকম