শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় নির্বাচনে

দ. কোরিয়ায় ক্ষমতাসীন দলের নিরুঙ্কুশ জয়

যুগের চিন্তা

প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনারও উৎপত্তির কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাসটি। আর এই করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে দিয়ে গতকাল দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও করোনা রোগীদের কথা মাথায় রেখে দেশটিতে আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছিল। করোনা আতঙ্কের মধ্যেও দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচনে ৬৬.২ শতাংশ ভোট পড়েছে। আর এ নির্বাচনে নিরুঙ্কুশ জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক পার্টি ৩০০ আসনের মধ্যে ১৬৩টি আসন পেয়েছে। এছাড়াও ডেমোক্র্যাটিক দলের সহযোগী গল প্ল্যাটফর্ম পার্টিও নির্বাচনে ১৭ টি আসন পেয়েছে। আর এর ফলে দেশটিতে আবারো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল।