মাওলানা সাদের কামরায় তল্লাশি করে দিল্লি পুলিশ
যুগের চিন্তা
প্রকাশিত : ০২:১২ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে আগেই তাবলিগ জামাতের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এবার তার সঙ্গে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করা হলো। খবর ইন্ডিয়া টুডের।
এদিকে গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিল্লি পুলিশের অপরাধ শাখা তাবলিগ জামাত সদরদফতরে তাবলিগের প্রধান মাওলানা সাদের কামরায় তল্লাশি করেছে। পুলিশ মারকাজে আসা তহবিল ও লেনদেনের নথিপত্র খোঁজ করছে। মাওলানা সাদের ছেলেদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ পর্যন্ত ১৪ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর পাশাপাশি অনেক লোককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে।
অন্যদিকে বিহারের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ৫৭ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিহার পুলিশ। তাদের পাসপোর্টও আটক করা হয়েছে। ৫৭ বিদেশি নাগরিকের মধ্যে পাটনা থেকে ১৭, কিষাণগঞ্জ থেকে ১১, আরারিয়া থেকে ১৮ এবং বাক্সার থেকে ১১ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।