শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১৮৯১ জনের মৃত্যু

যুগের চিন্তা

প্রকাশিত : ১০:২৩ এএম, ১৯ এপ্রিল ২০২০ রোববার

ছবি: সংগৃহিত

ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে মহামারিতে আতঙ্কে মধ্যে পুরো বিশ্ব। লকডাউনের কারণে ঘরবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশ্বে অনেক দেশের জনগণের খাদ্যের অভাব দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে সামনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিবে বলে হুশিয়ারী দিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি)।


এই প্রাণঘাতী করোনা ভাইরাসে কারণে ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল।  যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৪ জনে দাঁড়ালো।


জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


এছাড়া দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।


এদিকে, বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার জন।